adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর লন্ডন ও ইতালি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইংল্যান্ড ও ইতালি সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও বর্হিবিভাগের মহাপরিচালক নুর-ই হেলাল সাইফুর রহমান।
বৃহস্পতিবার তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কী কারণে বাতিল করা হয়েছে তা জানা যায়নি।
সম্পর্ক উন্নয়নের স্বার্থে দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইংল্যান্ড ও ইতালি সফর করার কথা ছিল। তার একটি হলো ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্টের আমন্ত্রণে নভেম্বরের ১৭ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়নের উপর ভাষণ দেওয়ার কথা।
অন্যটি হলো ইংল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ইতালির রোমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থা যৌথভাবে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক পুষ্টি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর লন্ডন এবং ইতালি সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংও বাতিল করা হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তারা বলতে পারবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাতিল করতে বলা হয়েছে, তাই বাতিল করা হয়েছে। বাতিল করার কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় বলতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া