adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান: রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে।

দেশটির জনগণ এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চম্ল্যূ, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল। এমন সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করেছেন অর্জুনা রানাতুঙ্গা।

বেঙ্গালুরুতে কর্ণাটক অলিম্পিক ভবনে এক অনুষ্ঠানে রানাতুঙ্গা বলেন, যখন আপনি ক্রিকেট খেলবেন, তখন আজকের কথা না ভেবে আগামীকালের কথা ভাববেন। এখন সবাই নিজের গৌরবের কথা ভাবে। আমাদের ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। সবকিছুই তালগোল পাকিয়ে ফেলছে। আমরা তরুণ প্রতিভাবান ক্রিকেটার তৈরি করি, তবে তাদের ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে না।
ভবিষ্যতের জন্য দল তৈরি করতে হলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া প্রসঙ্গে রানাতুঙ্গা এক পুরনো ঘটনার স্মৃতিচারণ করেন। তখন মাহেলা জয়াবর্ধনেকে পাঁচ নম্বরে সুযোগ দিতে ব্যাটিং অর্ডারে নিচে ব্যাটিং করেছিলেন রানাতুঙ্গা । একজন ভালো নেতার কাজ এমনই হওয়া উচিত বলে মনে করেন লঙ্কানদের সাবেক অধিনায়ক। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া