adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুশিফকের খুলনাকে হারালাে চট্টগ্রাম

স্পাের্টস ডেস্ক : শেষ ওভারে ১৯ রান করতে পারেনি খুলনা টাইগার্স। আগের তিন ওভারে ৩২ রান দেওয়া মেহেদী মিরাজ ঠিক সময়ে এসেই জ্বলে উঠলেন। প্রথম তিন বলে দেন ৩ রান, চতুর্থ বলে ফাইন লেগে চার মারেন আন্দ্রে ফ্লেচার। তাতে অনেকটা আশা দেখছিল খুলনা। পঞ্চম বলে ব্যর্থ ফ্লেচার, ১ রান নিয়ে প্রান্ত বদল করতেই চট্টগ্রাম শিবিরে জয় উদযাপন শুরু হয়ে যায়। শেষ বলে দরকার আট রান, থিসারা পেরেরা ছক্কা মারতে গিয়ে কট অ্যান্ড বোল্ড হন মিরাজের কাছে।

খুলনাকে ৭ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইনাল খেলতে হলে দলটাকে হারাতে হবে কোয়ালিফায়ার-১ এর ম্যাচের পরাজিত দলকে।মুশফিকুর রহিমের আরেকবার স্বপ্ন ভঙ্গ। এ পর্যন্ত আটটি আসর খেলে ফেললেও বিপিএলের ট্রফি জেতা হলো না দেশের সেরা এই ব্যাটারের। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা ছিল বাঁচা-মরার।

টস হেরে আগে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করে ৫ উইকেটে ১৮৯ রান। এদিন দলের অন্যতম ব্যাটার উইল জ্যাকস ছিলেন না অসুস্থতার কারণে।

জ্যাকস না থাকলেও বদলি ওপেনার কেনার লুইস খেলেন ৩২ বলে ৩৯ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন চ্যাডউইক ওয়ালটন। ৪৪ বলে ৭টি করে চার ছক্কায় খেলেন ইনিংসসটি। এ ছাড়া মেহেদী মিরাজের ব্যাটে আসে ৩০ বলে ৩৬ রান।

খুলনার পক্ষে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন নাবিল সামাদ, রুয়েল মিয়া ও শেখ মেহেদী।

চট্টগ্রামের দেওয়া বড় লক্ষ্য টপকাতে নেমে শুরুতে ওপেনার শেখ মেহেদীকে ২ ও সৌম্য সরকারকে ১ রানে হারায় খুলনা। দলের বিপাকে আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিমের জুটি ৪৯ বলে জমা করেন ৬৪ রান।

মুশফিক ২৯ বলে ৪৩ রান করে ফেরার পর ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন ইয়াসির আলী। ফ্লেচারের ও ইয়াসিরের জুটি থেকে আসে ৩৮ বলে ৬৫ রান। ইয়াসির ২৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ রান করে ফেরেন শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে। ইয়াসিরের বিদায়ে জয় থেকে অনেকটা দূরে সরে যায় খুলনা। শেষে ইনফর্মার ফ্লেচার চেষ্টা করলেও জেতাতে পারেননি দলকে। ফ্লেচার খেলেন ৫৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস। খুলনা থামে ৫ উইকেটে ১৮২ রান তুলে।

চট্টগ্রামের পক্ষে ২ উইকেট নেন মেহেদী মিরাজ। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া