adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফ এর নির্যাতনে দুই বাংলাদেশির মৃত্যু

Naogaon1430201290ডেস্ক রিপোর্ট : নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) নির্যাতনে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো এক বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার রামাশ্রম শিমুলডাঙ্গা গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে এসলাম আলী (৩০)।
 
পতœীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান পিএসসি জানান, কলমুডাঙ্গা সীমান্তের ২৩৯ নং পিলারের পাশ দিয়ে ১০/১২ জনের একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী সোমবার রাতে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ৩১ বিএসএফ সনঘাট ক্যাম্পের টহল দল বাংলাদেশি গরু ব্যবসায়ীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে নুরুল ইসলাম ও এসলাম আলী। তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী অমানুষিক নির্যাতন চালায় বিএসএফ। নিযার্তন শেষে গুরুতর আহতাবস্থায় রাত ৩টার দিকে ২৩৯ নং পিলারের পাশে বাংলাদেশি সীমানায় ওই দুইজনকে ফেলে যায় বিএসএফ। আহতরা কোনো রকমে বাড়ি আসার পর মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে নুরুল ইসলাম নিজ বাড়িতে মারা যায়। আহত এসলামকে সকালে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
 
তিনি আরো জানান, বিএসএফের নির্যাতনের শিকার ওই দুইজনের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে।
তবে বৈদ্যুতিক শর্ট বা অন্য কোনোভাবে নির্যাতন করা হয়েছে কী না তা ময়নাতদন্ত করলে জানা যাবে।
 
নির্যাতনে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফের নিকট প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক রফিকুল হাসান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া