adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্রিকেট খেলতে মায়েশিয়া রওনা হবে কাল

নিজস্ব প্রতিবেদক : সপ্তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে একথা জানায় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (টকগ) আয়োজিত টুর্নামেন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ডিআইইউ। ৭ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে আরও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
ডিআইইউ-এর ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. মো. গোলাম রহমান বলেন, পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ থেকে একমাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমরা উতফুল্ল ও আনন্দিত। শুধু নিজেদের জন্য নয়, মাঠে নেমে পুরো জাতির কথা বিবেচনায় রেখে খেলতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার মেহবার হোসেন অপি বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়া একটি মাইলফলক। আশা করছি এটি দেখে আগামীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণে উতসাহী হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি, ডিআইইউ স্পোর্টস ক্লাবের কনভেনর মনজুরুল ইসলাম, দলটির কোচ মো. আল ফারুক এবং অধিনায়ক ইসলাম উদ্দিন। সেরা পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের গৌরব অর্জনের চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন অধিনায়ক ইসলাম উদ্দিন
 
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া