adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম আজমের ছেলেদের ভিসা দিচ্ছে না বাংলাদেশ দূতাবাস

GOLAMMMMM20141024152640ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের মানচেস্টারে বসবাসরত সূয়াটার  গোলাম আজমের বড় ছেলে প্রস্তুতকারক, ব্যবসায়ী, আমীন আজমীসহ গোলাম আযমের চার ছেলে তাদের বাবার জানাজায় শরিক হওয়ার জন্য মানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনে ভিসার আবেদন করেছিলেন। বিশ্বস্থ সূত্র জানা গেছে, আমীন আজমীসহ তাদের কাউকেই বাংলাদেশ হাইকমিশন মানচেস্টার ভিসা ইস্যু করেনি। ছেলেদের ইচ্ছা ছিলো তাদের বাবার জানাজায় শরিক হবেন, শোক সন্তপ্ত মাকে শান্তনা দিবেন। বিশেষ করে বড় ছেলে তার বাবার জানাজা পড়াতে চেয়েছিলেন।
ভিসা জটিলতার কারণে তাদের কারো পক্ষেই দেশে যাওয়া সম্ভব হচ্ছেনা। তবে তারা শেষ খবর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ভিসা জটিলতার সমাধানের চেস্টা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।এ রিপোর্ট যখন লিখছি, তখন ঘড়ির কাটায় বিকাল ৫টা। কিন্তু অফিস আওয়ার আজ শুক্রবার বিকাল ৫টায় শেষ হয়ে যাবে। কাল শনিবার ও রবিবার ব্রিটেনে সকল অফিস আদালত বন্ধ থাকে। সেই হিসেবে আর ভিসা ইস্যু হওয়ার সময় নেই।নোমান আল আজমী, মামুন আল আজমী, আমীন আল আজমী সকলেই এর আগে অসুস্থ্যতার খবর শুনে পিতাকে দেখার জন্য আবেদন করলে হাই কমিশন তাদের জানিয়েছিলেন, উপরের নির্দেশে ভিসা দেয়া যাবেনা। ইউরোবিডি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া