adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ার্ন মিউনিখের গোল উতসব

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ক্লাব সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্তাদিয়ো অলিম্পিকো স্টেডিয়ামে স্বাগতিক রোমার বিপক্ষে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তারকা সব ফুটবলারদের গোলে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বায়ার্ন। ইতালির জায়ান্ট রোমার বিপক্ষে যাতে পা হড়কে না যায়, এজন্য ম্যাচের শুরুতে বায়ার্নের কোচ পেপ গার্দিওলা মাঠে নামান ম্যানুয়েল ন্যুয়ের, বোয়েতাং, ফিলিপ লাম, জাবি অলোনসো, আরিয়েন রোবেন, থমাস মুলার, মারিও গোতজে আর লোভোনডস্কিদের। তারকা সব ফুটবলারদের দিয়ে ম্যাচের প্রথমেই গোলের দেখা পান গার্দিওলা। ম্যাচের ৮ মিনিটে গোল করেন আরিয়েন রোবেন। ডাচ এ তারকা লামের কাছ থেকে বল পেয়ে বাঁপায়ের অসাধারণ একটি শটে রোমার জালে বল জড়ান। তবে, দুই মিনিট পরেই সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। বায়ার্ন গোলরক্ষক ন্যুয়েরের দৃঢ়তায় গোলের হাত থেকে বেঁচে যায় জার্মান জায়ান্টরা। ম্যাচের ২৩ মিনিটে থমাস মুলারের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোলটি করেন মারিও গোতজে। মুলারের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে গোলটি করেন তিনি। এর দুই মিনিট পরেই দলের তৃতীয় গোলটি করেন লোভোনডস্কি। এবারে বলের যোগানদাতা জুয়ান বার্নাট। ম্যাচের ৩০ মিনিটের মাথায় রোবেন তার নিজের দ্বিতীয় গোলটি করেন। লোভোনডস্কির অ্যাসিস্টে ডাচ এ উইঙ্গার দলের চতুর্থ গোল পূরণ করেন। আর ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে দলের পঞ্চম গোল করেন মুলার। প্রথমার্ধে তাই অতিথি হিসেবে খেলতে নামা বায়ার্ন ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে গোল করেন স্বাগতিকেদর হয়ে মাঠে নামা গার্ভিনহো। রাদজা নাইনগোলানের অ্যাসিস্টে গোলটি করেন তিনি। ম্যাচের ৭৮ মিনিটে আবারো ব্যবধান বাড়ে বায়ার্নের। এবারে গোল করেন ফ্রাঙ্ক রিবেরি। রোবেনের পাস থেকে ফরাসি এ তারকা গোলটি করেন। আর দলের সপ্তম গোলটি আসে ম্যাচের ৮০ মিনিটে। ২০ গজ দূর থেকে রাফিনহার পাঠানো বলে শাকিরি গোলটি করেন। 

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৭-১ ব্যবধানে জয় নিয়ে পূর্ন তিন পয়েন্ট সংগ্রহ করল পেপ গার্দিওলা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া