adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবযানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভিসা জালিয়াতি ও গৃহপারিচারিকা নিয়োগে অনিয়মের অভিযোগে মার্কিন কৌঁসুলিরা শুক্রবার তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করার পর এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।গ্রেফতারি পরোয়ানা জারির পর নিউইয়র্কের সাউথার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি প্রিত ভারারা ডিস্ট্রিক জাজ উইলিয়াম পাওলেকে জানিয়েছেন, দেবযানী ভারতে থাকতে পারেন এবং তাকে যখনই গ্রেফতার করা হবে তখনই আদালতকে অবগত করা হবে।এর আগে, দেবযানীর বিরুদ্ধে দায়ের করা আগের মামলাটি গত বুধবার খারিজ করে দেন বিচারক শিরা স্কেইনডিনের আদালত। কূটনৈতিক দায়মুক্তি বিবেচনায় তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।তবে, মামলা খারিজ হলেও অ্যাটর্নি প্রিতের মুখপাত্র জেমস মার্গলিন সাংবাদিকদের জানান, এই মামলা খারিজ করা হলেও দেবযানির বিরুদ্ধে নতুন মামলা দায়ের করতে বাধা  নেই।এছাড়া, যথাযথ প্রক্রিয়ায় নতুন মামলা দায়ের করার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানান মার্গলিন।গত বছরের ১২ ডিসেম্বর ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে কম  বেতন দেওয়ার অভিযোগে নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল  দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। এরপর তাকে প্রকাশ্যে বিবস্ত্র করে দেহ তল্লাশির পর মাদকাসক্ত কয়েদিদের সঙ্গে থানা হাজতে রাখে। পরে অবশ্য, জামিনে ছাড়া পান দেবযানী।এ ঘটনায় ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। ভারত  দেবযানীর নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনার জন্য মার্কিন প্রশাসনকে ক্ষমা চাইতে বলে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, কূটনৈতিক দায়মুক্তির সুযোগ নেই বলে দেবযানীর মামলা চলবে। সে হিসেবে তার বিরুদ্ধে অভিযোগও গঠন করে।পরে দেবযানীকে বাঁচাতে তাকে জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে নিউইয়র্কেই জাতিসংঘের স্থায়ী মিশনে নিয়োগ দেয় ভারত। এর প্রেক্ষিতে দেবযানীকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। গত ১০ জানুয়ারি ভারতে ফিরে আসেন দেবযানী।এর মধ্যে দেবযানী ভারতে ফিরে আসা না পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দুপক্ষের পাল্টা-পাল্টি পদক্ষেপে একসময় সম্পর্কে উত্তেজনা  দেখা দিলেও বুধবার মামলা নিষ্পত্তির পর ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হতে থাকে। কিন্তু শুক্রবারের নতুন অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা দুদেশের সম্পর্কে আবারও উত্তেজনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া