adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ধর্মীয় বিদ্বেষ’- সরকারের অনুমতি সাপেক্ষে তদন্তের নির্দেশ

খালেদা {focus_keyword} ‘ধর্মীয় বিদ্বেষ’: সরকারের অনুমতি সাপেক্ষে তদন্তের নির্দেশ 2uqp0la1 e1406630489467নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ সরকারের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে এ অভিযোগে দায়ের করা মামলায় বিকেলে এ আদেশ দেন বিচারক।
আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। এর আগে সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
বেলা ১১টা ২০ মিনিটে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ পর্যালোচনা শেষে বিচারক পরে আদেশ দেবেন বলে জানান। বাদীর পক্ষে অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি শুনানিতে অংশ নেন। মামলার অভিযোগে বলা হয়, সাবেক এ প্রধানমন্ত্রী গত ১৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।
হরতালের সময় তারা পুরান ঢাকায় বিশ্বজিতকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তারা অ্যাডভোকেট চন্দন সরকারকে র‌্যাব দিয়ে ধরে নিয়ে খুন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগ হিন্দুদের ওপর হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন?
মামলায় আরও বলা হয়, খালেদা জিয়ার এ সকল বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণীগত বিভেদও সৃষ্টি করেছে, যা দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধ। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেল ৪টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিলে খালেদা জিয়া কিছুটা ক্ষিপ্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের দেশ কোথায় জানতে চেয়ে বলেন, দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যাঁরা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’
উক্ত বক্তব্যের পর ঢাকা সিএমএম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলা হলেও তা সরাসরি খারিজ করে দিয়েছিল আদালত। এ বিষয়ে মামলা করেছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং অপরটি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া