adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি কুচেত্তিনি চলতি শতাব্দীর সেরা খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : তার নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি। ফুটবল বিশ্ব তার মেসি নামটিতে মোহাচ্ছন্ন। তার বাঁ-পায়ের জাদুতে মুগ্ধ পুরো পৃথিবী।
ফুটবলপ্রেমীদের মতে, অধরা বিশ্বকাপ ছুঁতে পারলেই পেলে, ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলবেন মেসি। ভক্তদের হৃদয়ে মেসিকে ম্যারাডোনার চেয়েও বড় করে দেখতে ইচ্ছুক। তবে এটি নিয়ে তর্কবিতর্ক থাকলেও চলতি শতাব্দীর সেরা খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করা হলে নিশ্চিতভাবেই ওপরের দিকে থাকবেন মেসি। এ নিয়ে ফুটবলবিশ্ব একমত অবশ্যই।

আজ বর্তমান সময়ের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির শুভ জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে তিনি জন্মগ্রহণ করেন।

হোর্হে মেসি ও সেলিয়া কুচেত্তিনির কোল আলোকিত করে এক ফুটবল রূপকথার উপাখ্যান শুরু। মেসি তাদের তৃতীয় সন্তান।

জন্মের পর আর সব শিশুর মতো ছিলেন না মেসি। দৈহিক গড়নে অস্বাভাবিকতা ধরা পড়ে তার। ছোটবেলা থেকেই যে বিষয়টিকে তিনি ভালোবাসেন সেটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন তিনি। আর ফুটবল প্রিয় দেশটির এই শিশুর ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ফুটবল।

মাত্র ছয় বছর বয়সে নিজের প্রিয় ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের জার্সি পরে মাঠে নামেন মেসি। মাত্র ১৩ বছর বয়সে টিস্যু পেপারে চুক্তিবদ্ধ হন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে। এর পর থেকে স্বর্ণাক্ষরে লিখিত হতে থাকে মেসির দুই পায়ের ছন্দ।
লিওলেন মেসি ক্যারিয়ারে চারটি ইউরোপিয়ান কাপ, আটটি লিগ টাইটেল, তিনটি ক্লাব ওয়ার্ল্ড কাপ, পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া