adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্য রুবাবা দৌলা

rubaba1ডেস্ক রিপোটর্চ : রুবাবা দৌলা। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারেেটলর চিফ সার্ভিস অফিসার ও এমকমার্স এবং পাবলিক রিলেশন বিভাগের প্রধান। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট। ভালোবাসেন গান গাইতে, শুনতে, ঘুরতে
করপোরেট জগতের পরিচিত নাম রুবাবা দৌলা। ব্যস্ত জীবন তাঁর। কিন্তু পেশাজগতের বাইরেও ব্যক্তি রুবাবার আছে নানা পছন্দ-অপছন্দ, আছে শখ। সেই অন্য রুবাবাকে খুঁজে বের করার চেষ্টা করলাম।নিয়মিত গান শোনেন, গান শেখেন
বাড়ির প্রবেশমুখেই বড় বড় মোমবাতি। দোরঘণ্টি বাজতেই খুলে গেল সদর দরজা। পুরো বাড়িতে নানা আকারের বিচিত্র ধরনের মোমবাতি। ভেতরের ঘর থেকে ভেসে আসছে পুরোনো দিনের বাংলা গান। এর মধ্যে দক্ষিণী সিল্ক পরে এলেন রুবাবা দৌলা। স্টাইলিস্ট শব্দটি যাঁর সঙ্গে পুরোপুরি মিলে যায়। এসেই বললেন, ‘আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। বিদেশে গেলে মোমবাতি আর তৈজসপত্র কিনি।’বেশির ভাগ সময় চুল ছেড়েই রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন। উচ্চতর ডিগ্রি নিয়েছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সবশেষে এই প্রতিষ্ঠানের চিফ কমিউনিকেশনস অফিসার পদেও কর্মরত ছিলেন। পেশাগত কাজের বাইরে তিনি সামাজিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়া টাই চ্যাপ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ প্যালিয়েটিভ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক।  শিল্পী কামরুল হাসানের ভাগনি রুবাবা দৌলার বাড়ির দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিল্পীদের চিত্রকর্ম। দেয়ালে আছে চিত্রকলাঢাকার গুলশানে রুবাবার বাড়িতে অ্যান্টিক আর আধুনিকতা যেন মিলেমিশে আেছ। জানালেন, সাজ-পোশাকেও তিনি এই রকম। নিত্যনতুন ফ্যাশন এলেই সঙ্গে সঙ্গে সেই স্রোতে গা ভাসান না। নিজেকে কী মানাবে সেটি বুঝে সাজ-পোশাক পরেন। বন্ধুদের আড্ডায় প্যান্ট, টপ, স্কার্ট, কুর্তা পরলেও প্রিয় পোশাক শাড়ি। অফিস থেকে শুরু করে বিশেষ দাওয়াত সব জায়গাতেই শাড়ি পরেন। মাঝেমধ্যে সালোয়ার-কামিজ বেছে নেন। রুবাবা বলেন, ‘জামদানি, ক্রেপ, শিফন, জর্জেট, সিল্ক ও গাদোয়াল শাড়ি ভালো লাগে। তবে অফিসের জন্য সুতির শাড়ি বেছে নিই। আরামের জন্য কোনো কিছুতে ছাড় দিই না।’
ruababসাজেও কোনো বাহুল্য থাকে না। চোখে ম্যাক ও শ্যানেলের পানিরোধক কাজল, ম্যাকের লিপস্টিক, ববি ব্রাউন ব্র্যান্ডের আইশ্যাডো, ল্যানকমের মাশকারা। এই হলো তাঁর সাজ। ভারসাসে, বারবেরি ও গুচির সুগন্ধি তাঁর প্রিয়। তবে সংবেদনশীল ত্বক হওয়ায় লা প্রিয়েরে ব্র্যান্ডের লোশন ব্যবহার করেন। তাঁর দীঘল চুলে সপ্তাহে দুই দিন তেল লাগান। এ ছাড়া ডিপ কন্ডিশনিং করেন চুল সুরক্ষায়।
জুতার প্রতি খুব দুর্বল তিনি। জুতা দেখলে কেনা চাই-ই চাই। উঁচু হিলের জুতা পছন্দ করেন। তবে ব্র্যান্ডের হতে হবে এমন কোনো কথা নেই। আরামদায়ক হলেই কিনে ফেলেন।
রাতে দেরি করে ঘুমাতে গেলেও ছেলে উসাইদের জন্য সাতটার মধ্যে ওঠেন। ওর স্কুলে যাওয়ার প্রস্তুতি তদারকি করে তিনিও তৈরি হন অফিসের জন্য। গ্রিন টি দিয়ে শুরু হয় সকাল। সারা দিনে প্রতি এক ঘণ্টা অন্তর গ্রিন টি খান। খাওয়াদাওয়া করেন বেশ মেপে। খাবারের তালিকা থেকে চিনি ও শর্করা বাদ দিয়েছেন। নিজেকে সুস্থ রাখতে করেন ব্যায়ামও। নিজে কম খেলেও রান্না করতে ভালোবাসেন। রান্নাটা শিখেছেন মা মমতাজ সুলতানার কাছ থেকে। বাবা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মসিহ উদ দৌলা। উসাইদ তো মায়ের হাতের গ্রিল করা খাবার খুব পছন্দ করে। রাতের খাবার ছেলের সঙ্গেই খান।
rubba3সময় পেলে ছেলেকে নিয়ে ঘুরতে যান। আর অবসর মানেই ভাইবোনদের সঙ্গে আড্ডা। প্রিয় কুকুর ‘মেসি’কেও তখন সময় দেন। তবে গান হলো তাঁর সব সময়ের সঙ্গী। নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম তাঁর ফুপু। প্রতি শুক্রবার রুবাবাকে গান শেখাতে গানের শিক্ষক আসেন বাড়িতে। ‘শুক্রবার ও শনিবার গানের রেয়াজ করি। গজল, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও পুরোনো দিনের আধুনিক গান খুব ভালো লাগে। প্র: আ:

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া