adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমু বললেন – সাম্প্রদায়িক চেতনাকে কবর দিতে হবে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুনিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক চেতনাকে কবর দিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার সকালে নগরীর ঢাকেশ্বরী মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘অতীতে আপনারা যেমন করে সাম্প্রদায়িক শক্তি নির্মূলে কাজ করেছেন, বর্তমানেও একইভাবে কাজ করবেন।
বিএনপি-জামাত জোট প্রসঙ্গে আমু বলেন, ১৯৭১ সালের ন্যায় ২০০১ সালেও সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছিল। সেই সময়ও আওয়ামী লীগ সংখ্যালঘুদের পাশে ছিল। 
অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বলেও জানান তিনি। ঢাকেশ্বরী মন্দিরের বেদখল জমি প্রসঙ্গে মন্ত্রী জানান, ঢাকেশ্বরী মন্দিরের বেদখল হওয়া জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি’র সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে এসময় আরো উপোস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া