adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

Sromik-thereport24নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা দ্রুত খোলার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন এশিয়া ডিজাইন লি. এর শ্রমিকরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে অবস্থান ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
এর আগে ২ জুলাই বিকেএমইএ ভুক্ত এ কারখানাটির শ্রমিকরা একই দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালন করেছিলেন।
অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে আশুলিয়া থানা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সরোয়ার হোসেন বলেন, ‘এশিয়া ডিজাইন লি. এর ১২০ জন শ্রমিকের ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে কোনো নোটিশ ছাড়াই মালিক কর্তৃপক্ষ ২৫ জুন কারখানায় তালা লাগিয়ে দিয়েছে। ফলে আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকরা অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
অবস্থান ধর্মঘটে এশিয়া ডিজাইন লি. শ্রমিক সংগ্রাম কমিটির নেতা আনোয়ার হোসেন হান্নান বলেন, ‘২ জুলাই প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করলে মালিকপক্ষ ৫ জুলাই বেতনভাতা পরিশোধের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়েছিল।’
অবস্থান ধর্মঘটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মামুন, খোর্শেদ ইব্রাহিম, শিরীন সুলতানাসহ কারখানার শ্রমিকরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া