adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের স্বীকৃতি কি পরিকল্পিত ষড়যন্ত্র?

10502067_312361795598552_5679372089538113289_nগোলাম মর্তুজা: অসাংবাদিকদের সাংবাদিক স্বীকৃতি দিয়ে অর্থ দেয়া কি একটি পরিকল্পিত ষড়যন্ত্র? এক সময় এদের কর্মকাণ্ড সামনে এনে দেখানো হবে, দেখেন সাংবাদিকরা কি করে!
কাদেরকে দুস্থ সাংবাদিক হিসেবে ঢাকঠোল পিটিয়ে অর্থ দেয়া হলো, তার একটি নমুনা।
অভিনন্দন রাজশাহীর এই সাংবাদিকদের
১. কাজী গিয়াস। দৈনিক বার্তায় সাংবাদিকতা করার জন্য রাজশাহী এসেছিলেন। কিন্তু অনেক আগেই দৈনিক বার্তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি আর কোনো দৈনিকের সাথে যুক্ত হননি। তবে দ্য গার্ডিয়ান নামে একটি ইংরেজি মাসিক পত্রিকার সাথে জড়িত। সবচে বড় কথা রাজশাহী শহরে তার চার তলা বাড়ি আছে। তিনি বেশ প্রতিষ্ঠিত এবং তার মেয়ে/জামাই দুজনেই প্রতিষ্ঠিত। সঙ্গত কারণেই তার প্রতিবাদ জানিয়েছি আমরা
২. আবুল কালাম আজাদ (অসাংবাদিক, তবে কোনো একটা অখ্যাত দৈনিকের কার্ডধারী। রেলস্টেশনে সারাদিন থাকেন। টিকিট কালোবাজারির সাথে জড়িত। সাংবাদিক ইউনিয়নের নেতারা তার মাধ্যমে যখন-তখন টিকিট পেয়ে থাকেন। তাই তিনি তালিকায় স্থান পেয়েছেন
৩. আসাদুজ্জামান আসাদ আমার দেশ বন্ধ হবার পর থেকে তিনি আর কোনো পত্রিকায় নিয়োগ পাননি। এখন ফ্রি ল্যান্স হিসেবে কাজ করেন। তবে তিনি নবরাজ নামের একটি পত্রিকায় কাজ করছেন বলে আবেদন করেছিলেন। এই মিথ্যা তথ্য নিয়ে অনুদান নেয়ায় আমরা প্রতিবাদ জানিয়েছি।
৪. তৈয়বুর রহমান স্থানীয় একটি পত্রিকায় কাজ করেন। ওয়ার্র্কস পার্টির নেতা। তিনি এর আগেও একবার পেয়েছিলেন। সুতরাং আবারো তিনি পাচ্ছেন, এ জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি।
৫. শহীদ সাংবাদিকের স্ত্রী এটা নিয়ে আমাদের আপত্তি ছিলো না। অনেকবার এই পরিবারটিকে সহায়তা দেয়ার দাবি আমরাই জানিয়েছিলাম। কিন্তু এই ক্যাটাগরিতে চাইনি। শহীদ সাংবাদিক বিবেচনায় বড় অংকের আর্থিক সহযোগিতা করার দাবি আমাদের।
আমরা মনে করেছি, যোগ্য ব্যক্তি টাকা পাচ্ছেন না। সে কারণে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছিলাম ডিসির মাধ্যমে।
যারা স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন তারা হলেন-
১. সাইদুর রহমান- ভোরের কাগজ
২. আনু মোস্তফা- যুগান্তর
৩. আবুল কালাম মুহম্মদ আজাদ- প্রথম আলো
৪. রফিকুল ইসলাম- কালের কণ্ঠ
৫. আনোয়ারুল আলম ফটিক- ভোরের পাতা
৬. আসলাম-উদ-দৌলা- মানবজমিন
৭. শম সাজু- এনটিভি/সকালের খবর
৮. সুজাউদ্দিন ছোটন- এটিএন বাংলা
৯. আবু সালে মোহাম্মদ ফাত্তাহ-চ্যানেল আই
১০. ইউ আদনান- জিটিভি
১১. এসএম আতিক- নিউএইজ
১২. আমজাদ হোসেন শিমুল- আমাদের সময়
১৩. সৌরভ হাবিব- এটিএন নিউজ
১৪. সাইফুর রহমান রকি- সময় টিভি
১৫. আবরার শাঈর- চ্যানেল ২৪
১৬. আমির ফয়সাল সম্রাট- আরটিভি
১৬. আব্দুস সাত্তার ডলার- বৈশাখী টিভি
১৭. সুব্রত দাস- সংবাদ
১৮. রাশেদ রিপন- সানশাইন
১৯. সোহেল রানা- দেশ টিভির ক্যামেরাপার্সন
২০. রুবেল-মাছরাঙ্গার ক্যামেরাপার্সন
২১. সালাউদ্দিন-কালের কণ্ঠের ফটোসাংবাদিক
২২. আজহার উদ্দিন-সকালের খবরের ফটোসাংবাদিক
২৩. তবিবুর রহমান মাসুম- সোনালী সংবাদ
২৪. পরিতোষ চৌধুরী আদিত্য- বাংলা ভিশন
২৫. শাহরিয়ার অন্ত- মাইটিভি
২৬. জনাব আলী- আলোকিত বাংলাদেশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া