adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকদের ঢিলে ফুটবলারের মৃত্যু

 স্পোর্টস ডেস্ক : গ্যালারী থেকে দর্শকদের নিক্ষিপ্ত বস্তুর আঘাতে মারা গেলেন ক্যামেরুনের ফুটবলার আলবার্ট এবোসি। রোববার আলজেরিয়ার স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান।
২৪ বছর বয়সী এবোসি আলজেরিয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচে ঘরের মাঠে এবোসির দল জেএস ক্যাবিলে ২-১ গোলে হারে ইউএসএম আলজারের বিপক্ষে। দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এবোসি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের এ ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারীতে থাকা স্থানীয় সমর্থকদের রোষানলে পড়ে এবোসির দলের সকল খেলোয়াড়। এসময় উগ্র কিছু সমর্থক গ্যালারী থেকে ঢিল ছুঁড়ে মারতে থাকে।
তাদের ছোঁড়া বস্তুতে মাথায় আঘাত পান এবোসি। তাকে হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘন্টা পরে সেখানে তার মৃত্যু ঘটে। এবোসি ২০১৩ সালে ক্যাবিলের হয়ে নাম লেখান। এ ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩১ টি ম্যাচ, গোল করেছেন ১৭ টি।
ক্যামেরুন জাতীয় ফুটবল দলের হয়ে এ ফরোয়ার্ড খেলেছেন ৬টি ম্যাচ। তার মৃত্যুর জন্য দায়ী সমর্থককে খুঁজে বের করতে আলজেরিয়ান অভ্যন্তরীন মন্ত্রণালয় ফুটবল ফেডারেশনকে আদেশ দিয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া