adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত

image_74873_0ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত।

বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের সঙ্গে বৈঠকে ভারত এ আগ্রহের কথা জানিয়েছে। শিল্প মন্ত্রণালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী এসব কথা জানান।

আমু বলেন, ‘ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।  বাংলাদেশে গাড়ির টায়ারসহ বিভিন্ন অ্যাক্সেসরিজের কারখানা নির্মাণ করতে ভারত আগ্রহ দেখিয়েছে। এ জন্য সে দেশের বড় বড় শিল্প মালিকরা বাংলাদেশ ভ্রমণ করবেন বলে ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যেসব পণ্যের অনুকূলে বিএসটিআই এর মানসনদ ভারতীয় জাতীয় মান নির্ধারনী সংস্থা এনএবিএল ও এনএবিসিবির অ্যাক্রেডিটেশন অর্জন করেছে, বাংলাদেশি উদ্যোক্তারা সেগুলো সহজেই ভারতে রপ্তানির সুযোগ পাবেন। ’

বৈঠকে সরকারের শিল্পনীতি, বিএসটিআই’র আধুনিকায়ন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দুরীকরণ, তথ্য-প্রযুক্তিখাতের সহায়তাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।  

শিল্পমন্ত্রী বলেন, ‘স্বনির্ভর শিল্পখাত গড়ে তুলতে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, দেশের শিল্পখাতের উন্নয়নে ভারতের সাথে ইস্যুভিত্তিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ অগ্রাধিকার তালিকা প্রণয়ণ করবে।’

বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ গণমাধ্যমের সামনে কোন বক্তব্য না দিলেও বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ও এসএমইখাতের উন্নয়নের প্রশংসা করেছেন তিনি।

এছাড়া বাংলাদেশের মেধাবী তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে শক্তিশালী আইসিটি শিল্পখাত গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শরণ। আইসিটিখাতসহ বাংলাদেশের যে কোনো শিল্পখাতের উন্নয়নের ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলেও বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া