adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হায়রে চিনি….

ডেস্ক রিপোর্ট : ঈশ্বরদীর দাশুড়িয়ায় অবস্থিত পাবনা চিনিকল চরম অর্থ সঙ্কটে পড়েছে। উৎপাদিত ১৩ হাজার টন চিনির এক কেজিও বিক্রি না হওয়ায় মিলটি চরম অর্থ সঙ্কটে পড়েছে বলে জানা গেছে। এছাড়া মিলটিতে শুধু কৃষকের পাওনা দাঁড়িয়েছে ৮ কোটি টাকা। অপরদিকে মিলের কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বেতন বাবদ আরও প্রায় দেড় কোটি টাকা বকেয়া রয়েছে বলে মিল সূত্রে জানা গেছে। 
চিনি বিক্রি না হওয়ায় মিলটি বড় ধরনের অর্থ সঙ্কটে পড়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। এদিকে আখ বিক্রি করে সময়মতো বিল না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। সরেজমিন মিল ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর ১২৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমে মাড়াই মৌসুম শুরু করে পাবনা সুগার মিল লিমিটেড। চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মিল সূত্র আরও জানায়, বিগত মৌসুমসহ চলতি মৌসুমে উৎপাদিত হাজার হাজার টন চিনি মিলের গোডাউনে অবিক্রীত অবস্থায় পড়ে আছে। যার বর্তমান বাজার মূল্য ৫৫ কোটি টাকা। উল্লেখ্য, খুচরা বাজারে চিনির কেজি ৪৮ টাকা। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া