adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাচ মিসের মহড়ায় সিরিজ জেতা হলো না বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : একের পর এক ক্যাচ মিস, আফগানিস্তান সুযোগ দিলেও বাংলাদেশ সেটা নিতে পারেনি। ক্যাচ মিসের মহড়ার দিনে খেসারৎ দিতে হলো ম্যাচ হেরে। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বরাবরই ভয়ংকর নাম। ঢাকায় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের হারের পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ১-১ সমতা এনে শেষ করেছে সিরিজ।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মাত্র ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে অনায়াস জয় তুলে নিয়েছে সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই হজরতউল্লাহ জাজাইকে ফেরাতে পারতেন নাসুম আহমেদ। ওভারের চতুর্থ বলে ক্যাচ দিলে নাসুম নিতে পারেননি।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রহমানউল্লাহ গুরবাজ ক্যাচ তুলে দেন শেখ মেহেদীর বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। গুরবাজকে ৩ রানে ফেরানো গেলেও জীবন পাওয়া জাজাই উসমান গনিকে নিয়ে জুটি বাঁধেন ৯৯ রানের। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৭৭ রানের মাথায় ৩৯ রান করা ওসমান গনির ক্যাচ মিস করেন মিড উইকেটে থাকা আফিফ হোসেন। ১৪তম ওভারের তৃতীয় বলের সময় আবারও সুযোগ আসে। শেখ মেহেদীর বলে ৪৫ রানের মাথায় উসমান গনি ক্যাচ দিলেও হাত ফসকে যায় স্কয়ার লেগে থাকা নাঈম শেখের।

১৬তম ওভারের শুরুতে মাহমুদউল্লাহ’র বলে শেখ মেহেদী ক্যাচ নিয়ে শেষ পর্যন্ত গনিকে ৪৭ (৪৮) বিদায় করা গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

শূন্য রানে জীবন পাওয়া জাজাই শেষ পর্যন্ত ৪৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন ১৪ বল বাকি থাকতেই।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন শেখ মেহেদী ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে স্বাগতিক ব্যাটিং লাইন-আপ। আগের ম্যাচে অভিষেক হওয়া মুনিম শাহারিয়ারের ৪ (১০) রানে বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় ইনিংস।

আগের ম্যাচে ৬০ রানের ইনিংস খেলা লিটন দাস আজকের ম্যাচে আউট হন ১০ বলে ১৩ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ক্যাচ দিয়ে।

ওপেনার নাঈম শেখ আজও ছিলেন ব্যর্থ। রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ১৩ রান করে। দলের বিপর্যয়ে সাকিব আল হাসান মাত্র ৯ (১৫) রানে ক্যাচ দেন ওমরজাইয়ের বলে গুরবাজের হাতে।

নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচের দিনে মুশফিকুর রহিম খানিকটা ঝলক দেখান মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে। মাহমুদউল্লাহ ১৪ বলে ২১ রান করে ফেরার পর মুশফিক ফেরেন ২৫ বলে ইনিংসের সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলে।

শেষের ব্যাটাররা ব্যর্থ রান তুলতে। আফিফ হোসেন ৭, শেখ মেহেদী ০, নাসুম আহমেদ ৫, শরিফুল ইসলাম ০ ও সবশেষ মোস্তাফিজুর রহমান করেন ৬ রান।

আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন ফারুকী ও ওমরজাই। ১ উইকেট করে নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া