adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড অ্যাটাকে বাংলাদেশের চার পেসার

4-paserস্পাের্টস ডেস্ক : সাফল্যের খোঁজে সবসময়ই স্পিন নির্ভর একাদশের দিকে ঝোঁক ছিল বাংলাদেশের। কিন্তু গেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে নিয়মিত তিন পেসার খেলিয়ে চমকে দিয়েছিলেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সেই সাফল্যে প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বেও খেলেছে বাংলাদেশ। তারপর ধারাবাহিক ভাবে দেশের মাটিতে সফল। একের পর এক সিরিজ জয়। আবার যখন নিউজিল্যান্ডের কন্ডিশনে লড়াই তখনো কি তিন পেসারের ফর্মুলা টাইগার দলে? নিউজিল্যান্ড থেকে যা খবর তাতে মুস্তাফিজুর রহমান খেলার মতো অবস্থা থাকলে আর কিছু ঘণ্টা পর শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে চার পেসারের আক্রমণও নামিয়ে দিতে পারে বাংলাদেশ!

মুস্তাফিজের আবির্ভাবে টাইগার ক্রিকেটের অনেক দৃশ্যপট পাল্টেছে। মাশরাফির সামনে থেকে বল হাতে নেতৃত্ব দেওয়া, তাসকিনের উঠে আসা, রুবেলের পারফরম্যান্স আর ফিজের জাদু, সব মিলিয়ে বাংলাদেশ এখন চার পেসার খেলাতেও দ্বিধা করে না। গত দুবছরে অনেক সাফল্যই এসেছে পেস নির্ভর টাইগার শিবিরের। নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে পেসারদের দাপটের ইতিহাস পুরনো। বাংলাদেশকে তাই চার পেসার খেলানোর কথাও ভাবতে হচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য সিদ্ধান্তের জন্য ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী। তার চোখে যে হ্যাগলি ওভালের উইকেট একেকদিন একেক রকম লাগছে। সঙ্গে আছে শরীরের ব্যথার কারণে কাটার মাস্টারের খেলা না খেলার অনিশ্চয়তাটাও।

২৫ ডিসেম্বর রোববার মাঠে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি লক্ষ্য-আত্মবিশ্বাস নিয়ে অনেক কথা বললেন। কিন্তু নিশ্চিত করতে পারলেন না চার পেসার খেলানোর বিষয়টি। কারণ তো মুস্তাফিজই বটে।

চার পেসারের আলোচনাটা তুঙ্গে। প্রসঙ্গটা আসতেই মাশরাফি জানালেন, 'চার পেসার খেলানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপের সময় চার পেসার খেলানো হয়েছে। তখন যে উইকেট পেয়েছি, এখন তো তেমন উইকেট পাবো না। বিশ্বকাপে সব সময় বেটার উইকেটে খেলা হয়ে থাকে।'

দ্বিপাক্ষিক সিরিজে হোম দল ইচ্ছে ও সুবিধা মতো উইকেট বানিয়ে থাকে। মাশরাফি স্পষ্টই সেদিকে ইঙ্গিত করলেন। উইকেট নিয়ে অন্য সকলের মত টাইগার অধিনায়কেরও কৌতূহলের সীমা নেই। বলেও ফেললেন, রোজ এসে উইকেটের চেহারা ভিন্ন ভিন্ন দেখছেন তিনি।

উইকেট নিয়ে মাশরাফি বলেছেন, 'গত কাল যেমন উইকেট দেখেছি, আজকে তার থেকে ভিন্ন দেখছি। ম্যাচের দিনে হয়তো আরেক রকম দেখতে হতে পারে। গতকাল গ্রিন ছিল, আজ একটু ব্রাউন, কাল না আবার হোয়াইট হয়ে যায়! এখন দেখার ওরা শেষ পর্যন্ত কেমন উইকেট দেয়।'

সব দেখে বাংলাদেশ চার পেসার নিয়ে নামবে কিনা, সেটার ইঙ্গিত মাশরাফির শেষের কথাটা থেকেও অনুমান করে নেওয়া যেতে পারে। উইকেট দেখে প্রথমদিন সিমিং মনে হলেও পরে ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। সেক্ষেত্রে আগে থেকেই একাদশ নিয়ে শেষ সিদ্ধান্তে আসতে চান না। হয়তো তিন না চার পেসার, সেই সিদ্ধান্তে আসতেই এই অপেক্ষা।

কিউই কন্ডিশনে উইকেট নিয়েই বেশি চিন্তা করতে হয় সফরকারী দলগুলোকে। তাই টসটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে হ্যাগলিতে নামার আগে সেটাকে বড় করে দেখছেন না মাশরাফি। এই মাঠে আগের খেলাগুলোতে ব্যাটিং-বোলিং সব বিভাগে একটা ব্যালান্স থেকেছে। কোনো বিভাগ খুব বেশি করে পার্থক্য গড়ে দেয়নি জানিয়ে, কিছুটা হলেও ব্যাটিং সহায়ক পিচের আশাই করলেন ম্যাশ।

আর মুস্তাফিজকে নিয়ে যখন শেষ মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষা করতে হচ্ছে, তখন কাটার মাস্টারকে নিয়ে ঝুঁকি না নেওয়ার আভাসই আসছে দল সূত্রে। তাতে তিন পেসার হলে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের খেলার সম্ভাবনা বেশি।

সব মিলিয়ে অনুমান করা খুব কঠিন হলেও হাই স্কোরিং ম্যাচের আশাই করছেন মাশরাফি। ব্যাটিং পরীক্ষার কথা মাথায় রেখে অধিনায়ক বলেছেন, 'যতটুকু জেনেছি বুঝছি এখানে ব্যাটিং উইকেট হবে। ২৮০-৩০০ স্কোর হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হবে। আমরা তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছি। এই উইকেটে হয়তো বড় রান আসবে।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া