adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলের ভিতরই প্রথম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম শ্রেণিতে পড়–য়া ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠল বেঙ্গালুরুর একটি নামী স্কুলে৷ অভিযুক্ত স্কুলেরই দুই কর্মী৷ অত্যাচারে অসুস্থ হয়ে পড়েছে শিশুটি৷ আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না ছোট্ট মেয়েটি৷
বেঙ্গালুরুর কুন্দালাহাল্লিতে ভিবজিওর নামে একটি স্কুলে ঘটনাটি ঘটে৷ এদিন ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান৷ রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা৷ অভিভাবকদের দাবি এর দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে৷ জনতার চাপে পড়ে শেষে স্কুলের চেয়ারম্যান রুস্তম কেরাওয়ালা স্কুলে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্র“তি দেন৷ তিনি বলেন, অবিলম্বে স্কুলের সর্বত্র সিসিটিভি লাগানো হবে৷ সমস্ত কর্মচারীদের উপর নজর রাখা হবে৷
এই ঘটনায় ধিক্কারে ফেটে পড়ে গোটা বেঙ্গালুরু৷ পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। কিছুদিন আগেই পাঞ্জাবে স্কুলের মধ্যেই এক ছাত্রীর ধর্ষণের ঘটনা ঘটেছে৷ আরও একটি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোদ সহপাঠী৷  বুধবারই কলকাতার স্কুলে বাইরে থেকেঢুকে পড়া এক যুবক সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করে৷
কিন্তু প্রথম শ্রেণিতে পড়–য়া ছ'বছরের দুধের শিশুকে গণধর্ষণের ঘটনায় স্তম্ভিত সকলেই৷ সন্দেহ স্কুলে জিমের ট্রেনারদের মধ্যেই দু'জন এই পাশবিক ঘটনা ঘটিয়েছে৷ কিন্তু  তাদের এখনও ধরতে পারেনি পুলিশ৷ দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর ডিসিপি টিডি পাওয়ার বলেন, স্কুলে ২৭ জন জিম ইনস্ট্রাকটর রয়েছে৷ তাদের মধ্যে কারা এই কাজ করেছে তার তদন্ত চলছে৷ আসলে মেয়েটি এতটাই ভয় পেয়ে গিয়েছে যে কিচছু বলতে পারছে না৷ তাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে৷ মেয়েটি এতটাই ছোট যে তাকে জেরা করা যাচেছ না৷ সময় লাগছে৷ 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে সম্ভবত ২ জুলাই৷ সম্প্রতি তাদের কাছে অভিযোগ জমা পড়েছে৷ শিশুটি প্রথমে ভয়ে তার বাড়ির লোককে কিছু বলেনি৷ কিন্তু হঠাত্ করেই তার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়৷ অসুস্থ হয়ে পড়ে সে৷ চিকিত্সকের কাছে নিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে৷
এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে  অভিভাবকরা৷ কারণ, স্কুলে পাঠানোর পর শিশুটি স্কুল কর্তৃপক্ষের দায়িত্বেই ছিল৷ পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ, ৩৭৬ জি ধারায় গণধর্ষণ ও সেকশান ৪  (যৌন অত্যাচার থেকে শিশু সুরক্ষা) মামলা দায়ের করা হয়েছে৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া