adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোল হজমের রেকর্ড গড়লো ব্রাজিল

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : ফুটবলের দেশ বলে খ্যাত ব্রাজিল বিশ্বকাপে আসে শুধু শিরোপা জিততেই নয়, একই সঙ্গে নিজেদের সমৃদ্ধ রেকর্ডটাকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতেও চায় তারা। কিন্তু নিজ দেশে আয়োজিত এবারের বিশ্বকাপে ইতিবাচক রেকর্ড গড়ার পরিবর্তে একের পর এক নেতিবাচক রেকর্ড করেছে দলটি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ে ব্রাজিল একক বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ গোল হজমের রেকর্ড করেছে। ডাচদের করা তিন গোলসহ এবারের বিশ্বকাপে ১৪ গোল হজম করেছে ব্রাজিল। এর আগে ১৯৩৮ সালের বিশ্বকাপে ১১ গোলই ছিলো ব্রাজিলের জালে বিশ্বকাপে সর্বোচ্চ গোল। 
এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭ গোল হজম করে পূর্বের সর্বোচ্চ ব্যবধানে হারার রেকর্ডও ভেঙেছে সাম্বা ফুটবলের দেশ ব্রাজিল। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড ছিলো ১৯৯৮ সালে ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলের হার।
জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জাজনক হারের পর শুধু বিশ্বকাপ থেকেই ছিটকে পরেনি ব্রাজিল, একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তাদের হাত ছাড়া হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ৯৭ ম্যাচে ২১০ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দখলে ছিলো ব্রাজিলের। ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে ৯৯ ম্যাচে ২০৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জার্মানি সেমিফাইনালে ব্রাজিলের জালে ৭ গোলসহ মোট ১৭ গোল করে ২২৩ গোল নিয়ে উঠে গেছে শীর্ষে। চলতি বিশ্বকাপের গোলসহ দ্বিতীয় স্থানে চলে যাওয়া ব্রাজিলের বিশ্বকাপে এখন মোট গোল এখন ২২১টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া