adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ জেলায় নসিমন করিমন বন্ধের নির্দেশ

ঢাকা: যশোর ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মহাসড়ক থেকে সাত দিনের মধ্যে অবৈধ ও লাইসেন্স বিহীন যানবাহন প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশে ওইসব জেলার মহাসড়কে চলাচলরত নসিমন, করিমন, ভটভটির কথা উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে মোটরচালিত যানবাহন অধ্যাদেশ অনুসরণ ও মহাসড়কে ওইসব যানবাহন চলাচল বন্ধ করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

রুলে স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, পুলিশের মহাপরিচালক, ডিআইজি (হাইওয়ে) জয়েন্ট কমিশনার (ট্রাফিক) বিআরটিএর চেয়ারম্যান ও ওই সকল জেলার পুলিশ সুপারদের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

যশোর ও খুলনা ছাড়া বাকি জেলাগুলো হলো- ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিদিন যাত্রীদের প্রাণহানি ঘটে ও শত শত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়।’

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ ওই সকল অবৈধ যানবাহন। এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রিকায়  প্রকাশ হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে রোববার রিটটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া