adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ- ২ জন দগ্ধ

petrol-bombনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতস্য ভবনের সামনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়েছেন দুই পুলিশ সদস্য। আহত হয়েছেন আরো ৩ পুলিশ। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোরশেদ ও লিখন। তাতক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন এসআই আজাদ, কনস্টেবল শামীম ও বদিয়ার। জানা গেছে, বারডেম হাসপাতালে ডিউটি শেষে এ পুলিশ সদস্যরা রাজারবাগ ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি মতস্য ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে।

বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বাদশ দিনে পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটলো। দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তির দিনটিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও পেট্রোলবোমা হামলা চালানো হচ্ছে। এসব হামলা রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছেন, ‘এই পেট্রোলবোমা বানায় কারা, মারে কারা? যারা মারবে তাদের ধরে ধরে হাতটা পুড়িয়ে দিয়ে পোড়ার যন্ত্রণাটা বোধহয় তাদের বুঝতে দেয়া উচিত।’
সরকার এসব হামলার জন্য একদিকে বিএনপি-জামায়াতকে দায়ী করছে। অন্যদিকে বিএনপি দায়ী করছে সরকারকে। পাল্টাপাল্টি এমন দোষারোপের মধ্যেই প্রতিদিনই বেড়ে যাচ্ছে এ ধরনের ঘটনায় আহত ও নিহতের সংখ্যা।
আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও এসব চোরাগোপ্তা হামলা থামানো যাচ্ছে না। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালেও ২০ দলীয় জোটের আন্দোলনের সময় এভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া