adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে সান্ত্বনার জয় বসনিয়ার

স্পোর্টস ডেস্ক : আজকের খেলার শুরু থেকে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলো ইরান। কেননা এ ম্যাচে যদি বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে গোলের ব্যবধান জয় নিশ্চিত করতে পারতো তাহলে হয়তো সম্ভাবনা থাকতো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে না প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিলো বসনিয়া। ৩-১ গোলের ব্যবধানে ইরানকে বিদায় করে সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো বসনিয়া-হার্জিগোভিনা। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরোপীয় দলটির বিপক্ষে সালভেদরের অ্যারেনা ফন্তে নোভায় মাঠে নেমেছিল এশিয়ার প্রতিনিধিরা। প্রথমার্ধে ২৩ মিনিটেই গোল করে বসনিয়াকে এগিয়ে নেন তারকা খেলোয়াড় জেকো। এডিন জেকোর গোলের দুই মিনিট পরেই সোজায়েইর একটি শট গোলবারে লাগলে ব্যাবধান দ্বিগুণ করতে ব্যর্থ হয় বসনিয়া।
বসনিয়া প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। প্রথমার্ধে তেমন কোনো সুবিধা করতে না পারা ইরান দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আবারো গোল হজম করে। মিরালেম প্যানজিকের গোলে ব্যাবধান দ্বিগুণ করে বসনিয়া।
ম্যাচের ৬৬ মিনিটে সুসিকের নিচু একটি ক্রস থেকে গোল আদায় করে নিতে পারেন নি জেকো-প্যানজিক জুটি। তবে ৮১ মিনিটে উল্টো গোল খেয়ে বসে তারা। ইরানের হয়ে গোলটি করেন রেজা গুচান্নেজাদ।
খুব বেশিক্ষণ ব্যবধান কমিয়ে রাখতে পারেনি ইরান। ম্যাচের দুই মিনিট পেরুতে না পেরুতেই ৮৩ মিনিটে গোল করে বসনিয়া এগিয়ে নেন ভ্রাসাজেভিচ। এই গোলের ফলে ৩-১ এ এগিয়ে থাকে বসনিয়া।
তবে এই জয়ের পরও দ্বিতীয় রাউন্ডে যেতে পারল না বসনিয়া। গ্র“প ‘এফ’ থেকে দ্বিতীয় রাউন্ডে শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা ও রানারআপ হিসেবে নাইজেরিয়া খেলবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া