নিজেদের গ্র“পকে কঠিনতম বলছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : ডেথ গ্র“প বলা হচ্ছে ‘ডি’কে। কিন্তু ‘ডি’কে নয়, নিজের গ্র“পকেই কঠিনতম মনে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্র“প ‘জি’তে আছে পর্তুগাল। এই গ্র“পের অন্য তিন দল হচ্ছে, তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি, আফ্রিকান জায়ান্ট ঘানা এবং যুক্তরাষ্ট্র।
সবাই যখন ‘ডি’ গ্র“পকে কঠিনতম মনে করছেন তখন রোনালদোর মুখে অন্য সুর। সিআর সেভেন বলেন, আমার মনে হয় বিশ্বকাপে আমাদের গ্র“পটাই সবচেয়ে কঠিন।
বিশ্বকাপে এবার অনেক দূর যেতে চায় পর্তুগাল। এগুতে চায় ধাপে ধাপে। সে কথাই জানালে ব্যালন ডি’অর জয়ী এ বিশ্বসেরা ফুটবলার। বললেন, আসলে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। ধাপে ধাপে এগুতে চাই। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব- এভাবে এবং তা আত্মবিশ্বাসের সঙ্গে।
রোনালদোর কারণে পর্তুগিজরা স্বপ্ন দেখলেও তিনি বাস্তববাদী। নিজের টপ ফেবারিট মনে করছেন না এ উইঙ্গার।
বিশ্বকাপের মতো বড় আসরে পর্তুগালের বড় কোনো সাফল্য নেই। গ্রেট ইউসিবিও’র কল্যাণে ১৯৬৬ সালে তৃতীয় এবং ফিগোর ঝলকে ২০০৬ বিশ্বকাপের শেষচারে খেলেছিল পর্তুগাল।
Leave a Reply