adv
১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেলের শঙ্কা বিশ্বকাপের আয়োজন নিয়ে

স্পোর্টস ডেস্ক : বিােভ আর স্টেডিয়াম তৈরিতে আয়োজকদের ঢিলেমি এবারের বিশ্বকাপকে ঝুঁকিতে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। বিশ্বকাপ আয়োজনে কাড়ি কাড়ি অর্থ ব্যয়ের প্রতিবাদে অনেকদিন ধরেই বিােভ করে আসছে ব্রাজিলের মানুষ। 
গতবছরের কনফেডারেশন্স কাপের আগে শুরু হওয়া সাধারণ মানুষের ঐ বিােভ কিছুদিন ধরে আবারো মাথাচাড়া দিয়েছে।
আর বিশ্বকাপের প্রস্তুতিতে অব্যবস্থাপনা চলছেই। প্রতিযোগিতার ১২টি স্টেডিয়ামের মধ্যে মাত্র ছয়টির কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাকিগুলোর কাজ এখনও বাকি।
তবে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলেকে বেশি ভাবাচ্ছে ক্রমেই বাড়তে থাকা বিােভ। ব্রাজিলের নাগরিকদের প্রতিবাদ বিশ্বকাপকে ঝুঁকির মুখে ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে পেলে বলেন, হ্যা, কারণ আমি জানি ২৫ শতাংশ বিদেশী ইতোমধ্যে ব্রাজিল সফল বাতিল করেছে।
কারণ তাদের অনেকেরই আশঙ্কা, অনেকদিন ধরে চলে আসা এই প্রতিবাদ টুর্নামেন্ট চলার সময়ও থাকবে। মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির বিশেষ পরামর্শক পেলে আরো বলেন, ছয় বছর আগেই এই সমস্যাটা আমি তুলে ধরেছিলাম। আর এখন টুর্নামেন্ট শুরুর এক মাস আগে স্টেডিয়ামগুলো এখনও প্রস্তুত হয়নি। আরো অনেক সমস্যা আছে, এটা একটা লজ্জা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া