adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘মুসলমান’ বিএনপি

image_76538_0ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপিকে মুসলমান বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



তিনি বলেছেন, ‘বিএনপি মুসলমান হয়ে একজন মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আন্দোনের নামে তারা একাত্তরের মতো মানুষকে হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগও আন্দোলন করেছে। তবে তাদের মতো মানুষ হত্যা করেনি, তাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেনি। আওয়ামী লীগ আন্দোলন করেছে, হরতাল করেছে জনগণকে সঙ্গে নিয়ে। এ কারণেই তাদের আন্দোলন পরাজয় স্বীকার করছে, পরাজিত হয়েছে। আন্দোলনের কাছে নতি স্বীকার করে তারা পরাজয় মেনে নিয়েছে।’



শনিবার সন্ধ্যায় কামরাঙ্গীর চর হাসপাতাল মাঠে (কুড়ার ঘাট) কামরাঙ্গীচর থানা ও ৫৫, ৫৬ এবং ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি বলেছিল, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন করবে না কিন্তু কেন আজকে তারা উপজেলা নির্বাচন করছে। তাহলে কেন আন্দোলনের নামে এসব করলো? মানুষকে অবশ্যই এর কৈফিয়ত দিতে হবে, না হলে বাংলার মানুষ উপজেলা নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এসবের জবাব দেবে।’



তিনি বলেন, ‘আজকে মানুষের জিজ্ঞাসা, যদি শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসবেন তাহলে কেন এতো মানুষ পুড়িয়ে হত্যা করলেন? এতো গণধর্ষণ করলেন? অগ্নিসংযোগ করলেন? ঘর-বাড়ি লুটপাট করলেন?’

 

শিল্পমন্ত্রী বলেন, ‘যারা এই দেশে সাংবিধানিক ধারা বাদ দিয়ে অসাংবিধানিক ধারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা বার বার বলেছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। শেখ হাসিনা বার বার বলেছেন, আসুন বসি আলোচনা করে সমাধান করি। তাদের অধিকাংশ দাবি মেনেও নেয়া হয়েছিল। অথচ তারা কোনো কথা না শুনে হরতাল দিল। আমরাও ১৭৩ দিন হরতাল দিয়েছি অস্বীকার করি না। কিন্তু আমাদের হরতালে রেলের ফিসপ্লেট তুলিনি, বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে আগুন দেইনি, নারীদের ধর্ষণ করিনি।’



আমু বলেন, ‘উপজেলা নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করে মানুষ বুঝিয়ে দেবে বাংলার মাটিতে যুদ্ধাপরাধী-পাকহানাদার বাহিনীর দোসরদের কোনো জায়গায় নেই। তাদের আরেক বার প্রত্যাখ্যান করে বাংলার মানুষ মহাজোট সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করবে।’



ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘নির্বাচন প্রতিহতে ব্যর্থ হয়ে তারা পরাজিত। এই পরাজিত সৈনিকরা আবার ক্ষমতা দখলের চেষ্টা করছে। খালেদা জিয়ার পায়ের তলায় এখন মাটি নেই, তিনি এখন ফাঁকা আওয়াজ দিচ্ছেন।’



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে এ মন্ত্রী বলেন, ‘আপনি বলেছিলেন একটি দেশ ছাড়া সব আপনার বন্ধু। কিন্তু এখন প্রমাণ হয়েছে একটি দেশ ছাড়া আপনার আর দেশে-বিদেশে কোনো বন্ধু নেই, আছে শুধু একটি প্রভু। সেটা হচ্ছে পাকিস্তান। আর সেই প্রভুর কথায়ই চলেন। আইএসআইয়ের প্রেসক্রিপশনে নির্বাচন প্রতিহত করার জন্য আপনি শেষ ঘণ্টা পর্যন্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’

 

 

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন জঙ্গি নেতা। তিনি এখন অভিশাপ। সেই জঙ্গিদের তিনি আবার বাংলাদেশে আনার চেষ্টা করছেন।’ শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, শেখ হাসিনা বেঁচে থাকলে গণতন্ত্র বেঁচে থাকবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। দলে যারা খারাপ কাজ করবে তাদের জায়গা হবে না বলেও জানান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



কামরাঙ্গীর চরে আর কোনো সমস্যা থাকবে না বলে জানিয়ে এলাকার মানুষদের উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিগত দিনে বিএনপি-জামায়াত নাশকতা করার চেষ্টা করেছে তখন আপনারা আমাদের পাশে ছিলেন। আজকেও আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা বিশ্বাস করি বিএনপি যতো আস্ফালন করুক নির্বাচিত সরকারকে তারা কোনো ক্ষতি করতে পারবে না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, শেখ হাসিনা আমাদেরকে শান্তি দিয়েছেন।’



কামরুল ইসলাম বলেন, ‘যারা শেখ হাসিনা সরকারকে অবৈধ বলার চেষ্টা করে, যাদের সাংগঠনিক শক্তি নেই অথচ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে বলতে চাই এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে, জনগণের সেবা করে যাবে।’  



কামরাঙ্গীর চর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসন খানের পরিচালনায় এবং সভাপতি আবুল হোসেন সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।



এর আগে বেলা ৩টা ৪০ মিনিটে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক ও দুযোর্গ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া