adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দ্রুত আরেকটি নির্বাচন দেখতে চায় জার্মান’

নিজস্ব প্রতিবেদক : গত ৫ জানুয়ারির নির্বাচনে জন আকাক্সক্ষার  প্রতিফলন ঘটেনি মন্তব্য করে জার্মান প্রতিনিধি দল জানিয়েছে, সবার অংশগ্রহণে বাংলাদেশে দ্রুত আরেকটি নির্বাচন চায় জার্মান সরকার। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তারা।
প্রতিনিধি দলের প্রধান ডাগমার জি ওয়ার্লে বলেন, সংলাপের মাধ্যমে দ্রুত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের মানুষ যাতে গণতন্ত্র পায় এবং শান্তিতে থাকতে পারে। জার্মান সরকারসহ পুরো ইউরোপ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
খালেদা জিয়া প্রতিনিধি দলকে বলেন, জনগণ ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার অনির্বাচিত। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে দ্রুত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। এটা শুধু রাজনৈতিক কারণে নয় সামাজিক ও অর্থনৈতিক স্বার্থে। দেশের সাম্প্রতিক পরি¯ি’তির বর্ণনা করতে গিয়ে খালেদা জিয়া আবু বকর সিদ্দিকসহ সমপ্রতি গুম ও অপহরণের ঘটনা তুলে ধরেন। এ সময় গুম-অপহরণের ঘটনায় জার্মান প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছে।
 বৈঠকে বিএনপির পক্ষে খালেদা জিয়া ছাড়াও দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদ ও ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ছিলেন।
উল্লেখ্য, গার্মেন্ট শিল্পের পরিস্থিতি পরিদর্শন করতে রবিবার ঢাকায় এসেছে সাত সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি বাংলাদেশের তৈরি পোশাকের সর্ববৃহৎ ক্রেতা রাষ্ট্র। গার্মেন্টস শিল্পের কালো অধ্যায় রানা প্লাজা ট্র্যাজেডির বর্ষপূর্তিতে ঢাকা এলেন তারা।  সফর শেষে ৩০ এপ্রিল তারা দেশে ফিরে যাবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া