adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ পার্লামেন্টের সিলেক্ট কমিটির সদস্য হলেন টিউলিপ

tulipsডেস্ক রিপোর্ট : হাউস অব কমন্সের উইম্যানস অ্যান্ড ইকুইলিটি বিষয়ক সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। গতকাল মঙ্গলবার লন্ডন স্থানীয় সময় সকালে টিউলিপ সিদ্দিক এই পদে নির্বাচিত হন।

পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, যে আশা নিয়ে লেবার পার্টি আমার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করছে, সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেই দোয়াই চাই সবার কাছে।
টিউলিপ বলেন, উইম্যানস অ্যান্ড ইকুইলিটি বিষয়ক সিলেক্ট কমিটির সদস্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। লেবার পার্টি আমার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ পদে আমাকে নিয়োগ দিয়েছে। আমাকে এই পদে নিয়োগ দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, গত ৭ মে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া