adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ সবসময় প্রস্তুত : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনে সব সময় প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি অ্যালান আইজ্যাক  শেখ হাসিনার সঙ্গে  সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন।২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করলে আইসিসি সভাপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, তার সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকেই উৎসাহিত করে থাকে। এ প্রসঙ্গে বিশেষ অলিম্পিকে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য সাভারে আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করছে তার সরকার।আইসিসির সভাপতি ওই সাক্ষাতকারে বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে তৈরি করা  স্টেডিয়াম ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে। তাছাড়া বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলেরও প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অ্যালেন আইজ্যাকের এই সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবদুস সোবহান শিকদার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। তাছাড়া আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন ও আইসিসির পরিচালক  নেইল স্টাইচের মতো কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এসময়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া