adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাইজুল ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার প্রতিরোধ

TAIZULক্রীড়া প্রতিবেদক : পিটার হ্যান্ডসকম্বকে লেগ বিফোরে ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ানদে প্রতিরোধ ভেঙেছেন তাইজুল ইসলাম। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ৬৯ রানের জুটি গড়েছিলেন রেনশ আর হ্যান্ডসকম্ব। তাইজুলের বলে আউট হবার আগে ৩৩ রান করেছেন ডানহাতি হ্যান্ডসকম্ব। দলের রান তখন ৫ উইকেটে ১০২। 

বাঁহাতি স্পিনার তাইজুলের সোজা বলটা পায়ে খেলে বিপদ ডেকে আনেন হ্যান্ডসকম্ব। বাংলাদেশের আবেদনে সহজেই সাড়া দেন আম্পায়ার। সফরকারীদের অর্ধেক ব্যাটসম্যানই এখন সাজঘরে।
দিনের শুরুতেই দলকে সেরা উইকেট এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে বোল্ড করে ম্যাচের লাগাম ধরেছিলেন শক্ত করে। বিপর্যয়ের মধ্যে সফরকারীদের হয়ে হাল ধরেন ম্যাথু রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব।
দিনের মাত্র তৃতীয় ওভারেই পথের সবচেয়ে বড় কাঁটা স্টিভেন স্মিথকে বোল্ড করেন মিরাজ। ৩৩ রানেই ৪ উইকেট হারানোর পর হ্যান্ডসকম্ব-রেনশ জুটি তুলে ৬৯ রান।
প্রথম দিনে বাংলাদেশে ২৬০ রানের জবাবে বিকেল বেলাতেও অসিদের তিন উইকেট তুলে নিয়েছিল মুশফিকুর রহীমের দল। এশিয়ার মাঠে অস্ট্রেলিয়ানদের হয়ে সবচেয়ে যিনি ভালো খেলেন সেই স্টিভেন স্মিথ উইকেটে ছিলেন বলেই ভরসা পাচ্ছিল সফরকারীরা, আর শঙ্কা ছিলো বাংলাদেশের। সেই শঙ্কা দূর করতে খুব বেশি সময় নেননি মিরাজ।
ইনিংসের ১২তম ওভারের শেষ বলটি খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন স্মিথ। পায়ের ব্যবহার বাড়িয়ে খেলতে চেয়েছিলেন ড্রাইভ। কিন্তু মিরাজের বলটিতে ব্যাট লাগাতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক। সোজা গিয়ে তার ষ্টাম্প উপড়ে ফেলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া