adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রে কুকুরের ঘুম, ভেতরে ব্যালট শেষ

ডেস্ক রিপোর্ট : রোববার সকাল সাড়ে ১০টা। সোনাগাজী উপজেলার ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া স্কুল কেন্দ্র। বুথে দুটি কুকুর নীরবে ঘুমাচ্ছে। ভোটাদের কোনো দেখা নাই।প্রিসাইডিং অফিসার আবুল কালাম মজুমদার জানান, প্রত্যেক বুথে একশ করে ভোট শেষ। ভোটাররা এসে  ভোট দিয়েছেন।ভোটার নেয়ামত উল্যাহ জানান, তাকে ব্যালট পেপার  দেয়া হয়নি। আওয়ামী লীগ প্রার্থী কামরুল আনামের সমর্থকরা কেন্দ্র দখল করে ভোট দিয়ে দিয়েছে। এটি হচ্ছে ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া স্কুল কেন্দ্রের চিত্র।পার্শ্ববর্তী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  সোনাগাজী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হালিম মামুনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) মাঠে দাবড়িয়ে পিটাতে দেখা গেছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুল আনামের পক্ষে প্রকাশ্যে ভোট দিচ্ছিল।এছাড়া এনায়েত উল্যাহ মহিলা কলেজে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মী নুরনবী ও শরীফকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুটি ককটেল উদ্ধার করেছে। সোনাগাজী গালর্স স্কুল কেন্দ্র, বিষ্ণুপুর স্কুল কেন্দ্র, বক্তারমুন্সী হাইস্কুল  কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করে ভোট মেরেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন। তিনি বেলা ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন। সোনাগাজীর বিভিন্ন কেন্দ্র  থেকে পুলিশ র‌্যাব ৭ জনকে আটক করেছে।এদিকে ফুলগাজী উপজেলায় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী একরামের সমর্থকর কেন্দ্র দখল করে  ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি চেয়ারম্যান প্রাথী মাহতার উদ্দিন মীনার।আমজাদ হাই ইউনিয়নে পুলিশ ১২ জনকে আটক করেছে। আমজাদ ইউনিয়নের ধর্মপুর এডুকেশনাল স্টেট কেন্দ্র ও ফুলগাজী নীলক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ ঘণ্টা ভোট স্থগিত করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া