adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনে প্রাণহানিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটিতে। এতে করে মৃতের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে করোনার শিকার হয়েছেন প্রায় আড়াই লাখ মার্কিনি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৬ হাজার ৯৯৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৬১৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৮৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ১৪ হাজার ৫৭৭ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ১ লাখ ৭০ হাজার ৭৩৫ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৮৮৩ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৫ হাজার ১৪৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১১ লাখ ৫৫ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২০ হাজার ২০৪ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৮ লাখ ৭০ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৭৭৭ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৮ লাখ ৪৪ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৫ হাজার ৯৪৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৬০ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ২২৮ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৩০ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৪ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ১৩০ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া