adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিচ্ছে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : তিস্তা নদীর সব জল ভারতের কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে বাংলাদেশকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ বিষয়ে কেন্দ্র রাজ্য সরকারকে কিছুই জানায়নি বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার মধ্যমগ্রামে তৃণমূলের কর্মীসভায় এমন অভিযোগ আনেন তিনি।এদিন তিনি বক্তৃতায় আরো বলেন, একদিন কংগ্রেস, বিজেপি ও সিপিএমের সিন্ডিকেট রাজ্যভাগ করে দিয়ে চলে যাবে। কোনদিন ঘুম থেকে উঠে শুনবেন বারাসত আলাদা রাজ্য হয়ে গিয়েছে। এই সিন্ডিকেটকে রুখতে পারে কেবল তৃণমূল।তিনি রাজ্যের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে বলেন, একটা আসনের জন্য রাজ্যের বাইরের কিছু লোকজন পাহাড়কে আলাদা করার চেষ্টা করছে। তৃণমূল  কোনোভাবেই পাহাড়কে রাজ্য থেকে আলাদা হতে দেবে না। পাহাড়  আর সমতল আমার দুটি কিডনির মত।এছাড়া তিনি এদিন কেন্দ্রীয় সরকারের প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি, তেলেঙ্গনা বিলসহ নানা বিষয়ের চরম সমালোচনা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া