adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ সরকারের আমলেই বৈষম্য বিলোপ আইন

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্য সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে ভেদাভেদ দূর করতে এই সরকারের আমলেই বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা হবে।শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বৈষম্য বিলোপ আইনের খসড়া পর্যালোচনা শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে যা  লেখা আছে এই আইনের খসড়া প্রণয়ন তারই ধারাবাহিকতা। আইন প্রণয়নের আগে এটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। যেন প্রয়োজনীয় প্রতিটি বিষয় এই আইনের মধ্যে অন্তর্ভূক্ত হয়।  জাতীয় মানবাধিকার কমিশনের  চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, মানুষে মানুষে যেন ভেদাভেদ না থাকে এটা নিশ্চিত করতেই আমরা এই আইন প্রণয়নে উদ্যোগী হয়েছি।এসময় তিনি ঢাকা মিটফোর্ড হাসপাতালের পাশে অবস্থিত সুইপারদের কলোনি উচ্ছেদ না করার জন্যও সরকারের প্রতি আহবান জানান।মানুষের অধিকারের পক্ষে কথা বলার অধিকার মানবাধিকার কমিশনের আছে বলেও মন্তব্য করেন তিনি।আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- ট্রাইব্যুনাল-১ এর সাবেক  চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ফারজানা ইসলাম, আইন কমিশনের সদস্য ড.এম শাহ আলম, আইন কমিশনের সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।তবে প্রথমে আইনের খসড়া প্রণয়ন করা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বৈষম্যর শিকার হরিজন, হিজড়া, যৌনকর্মী, দলিত, সুইপারসহ বিভিন্ন  শ্রেণী পেশার প্রতিনিধিরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া