adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ার বাজারে দরপতন

dse-csse-logo-(new)নিজস্ব প্রতিবেদক : বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় দরপতনে চলছে দেশের উভয় বাজারের লেনদেন। রোববার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ২৩.২৩ পয়েন্ট। এর ফলে ডিএসই সূচক নেমে এসেছে সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে। দুপুর সাড়ে ১২টায় সূচক দাঁড়িয়েছে ৪৪৭৮.৯২ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৯২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। দরবৃদ্ধির শীর্ষে রয়েছে সোনালী আঁশ। এ কোম্পানির শেয়ারের দর ৭.২১ শতাংশ বেড়ে ১৪১.২ টাকায় লেনদেন হচ্ছিল। দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের দর ৬.৯০ শতাংশ বেড়ে ৭২.৮ টাকায় ও তৃতীয় স্থানে থাকা আরামিটের দর ৫.৩৮ শতাংশ বেড়ে ৪২৫ টাকায় লেনদেন হচ্ছিল।

প্রথম দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৯ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার। ৯ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ। তৃতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের লেনদেনের পরিমাণ ৭ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে- বিএসআরএ লিমিটেড, কাশেম ড্রাই সেল, বিএসআরএম স্টিল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৪৪.৬০ পয়েন্ট কমে ৮৩২৩.২৫ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির দর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া