adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ নয়, বিএনপিই গভীর সংকটে: যোগাযোগমন্ত্রী

ফেনী: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ সংকটে নেই বরং সংকটে আছে বিএনপি। নয়টি সিটি করপোরেশনের মধ্যে সাতটিতে জিতে যে দল আন্দোলনে সফল হয় না, সে দল উপজেলায় বিজয়ী হয়েও কোনো সফল আন্দোলন করতে পারবে বলে মনে করেন না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজের অংশ হিসেবে লেমুয়া সেতু নির্মাণ কাজ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ''বিএনপির এক নেতা বললেন, দেশ গভীর সংকটে রয়েছে। আরেক নেতা বললেন, দলের মধ্য থেকে বিশ্বাসঘাতকদেরকে বের করে দিতে হবে। এতেই বোঝা যায়, দেশ নয় বরং বিএনপিই সংকটে রয়েছে।''

ওবায়দুল কাদের বলেন, ''বিগত পাঁচ বছরে বিএনপি কোনো আন্দোলন করতে পারেনি। এখন বলছে উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু করা হবে। তারপর হয়তো বলবে রমজানের পর, আবার বলবে কোরবানির পর। এভাবে আগেও বলেছে। সফল হয়নি।''

যোগাযোগমন্ত্রী বলেন, ''উপজেলা নির্বাচনের পর যারা জয়ী হবে তারা নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করবে। তাদের মাথায় তখন আন্দেলন থাকবে না।''

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটার ফোর লেনের মধ্যে ইতিমধ্যে ৫০ কিলোমিটার কাজ শেষ হয়েছে। মাত্র ৮-১০ কিলোমিটার ছাড়া বাকি অংশে মাটির কাজ শেষ হয়েছে। ২৩টি  সেতুর মধ্যে ১৫টির কাজ শেষ। বাকিগুলোর কাজ দ্রুত গতিতে চলছে। সবগুলো কালভার্টের কাজ শেষ।

যোগাযোগমন্ত্রীর অভিযোগ, গত তিন মাসে বিরোধী দলের আন্দোলনের নামে নাশকতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। আগামী ডিসেম্বরের মধ্যে সড়কের কাজ সম্পূর্ণ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া