adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ান্টেড’ নেতাদের ধরতে অভিযানে পুলিশ

image_69216ঢাকা: ‘ওয়ান্টেড’ নেতাকর্মীদের ধরতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযান চলছে। বুধবার বিকেল থেকে হঠাৎ করে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

সন্ধ্যা সোয়া ৬টায় খালেদা জিয়ার বাসার সামনে থেকে নরসিংদী বিএনপির সাবেক এমপি সাখওয়াত হোসেন বকুলকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত পৌনে ৯টা পর্যন্ত আশপাশ থেকে সন্দেহবাজন আরো ১০ থেকে ১২ জনকে আটক করে পুলিশ।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলামেইলকে বলেন, ‘ওয়ান্টেড লোকজন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিকেল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়। তাই তাদের ধরতে ইতোমধ্যে বিকেল থেকে অভিযান শুরু হয়েছে। অভিযান অব্যহত রয়েছে। এর মধ্যে বিএনপির সাবেক এক এমপিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘ভোর রাত পর্যন্ত এ অভিযান চলবে। অভিযানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী আটকের তালিকায় রয়েছেন। এছাড়া বিএনপির মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করার জন্য চেষ্টা চলছে। এসব নেতাদের অনেকেই বিভিন্ন মামলায় আসামি।’

হঠাৎ করে আটক অভিযানের বিষয়ে জানতে চাইলে গুলশান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল আমিন বাংলামেইলকে বলেন, ‘গুলশানে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার স্বার্থে অভিযান চালাচ্ছে পুলিশ। এখানে কিছু ওয়ান্টেড ব্যক্তি আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ডিবি ও পুলিশ আলাদাভাবে অভিযান চালাচ্ছে। পুলিশ ইতোমধ্যে সন্দেহবাজান ১০ থেকে ১২ জনকে আটক করেছে। তাদের যাচাই বাচাই করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, নারী সংসদ সদস্য শাম্মী আক্তার ও সাবেক এমপি বকুলসহ ১০ থেকে ১২ জন আটক হলেও গনি সাহেবকে তার বাসায় পৌঁছে দেয়া হয়েছে। আটকের কিছু সময় পরই তাকে ছেড়ে দেয়া হয়।’

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন মামলায় আসামি বিএনপির এমন শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতাদের আটক করার জন্য অভিযান শুরু হয়েছে। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তালিকায় থাকা নেতাদের বেশিরভাগই অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান শুরু করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রয়োজনে ওইসব নেতাদের বাসা-বাড়ি ও সম্ভাব্য অবস্থান জেনে ওইসব স্থানগুলোতে অভিযান চলবে। অভিযান কখন শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’

সূত্র আরো জানান, মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিরোধীদলী নেতা খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর থেকে নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এ আশঙ্কা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে অভিযান শুরু হয়েছে। তাকিলাভুক্ত নেতাদের আটকের জন্য তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য খোঁজ-খবর নেয়া হচ্ছে। পাশাপাশি মোবাইল ট্রাকিং করা হচ্ছে বলেও ওই সূত্র নিশ্চিত করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া