adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ অসভ্য জাতিতে পরিণত হয়েছে

ঢাকা: আমাদের সংগ্রাম দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার সংগ্রাম। দেশ এখন অসভ্য জাতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত মীর শরাফাত হোসেন শফু, আজিজুল বারীসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক বড় সংগ্রাম। দেশ থাকবে কি না, আমাদের অস্তিত্ব থাকবে কি না, গণতন্ত্র থাকবে কি না এবং নীতি নির্ধারণে অন্যান্যরা পাশে থাকবে কি না তারও প্রশ্ন এখন।’

তিনি আরো বলেন, ‘সরকার এখন গুম এবং ক্রসফায়ারের পথ ছেড়ে বন্দুক যুদ্ধের পথ বেছে নিয়েছেন। তারা ভিন্নমত পোষণ কারীদের নির্মূল করতে চাই।’

মির্জা ফখরুল দাবী করে বলেন, ‘বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। আওয়ামী লীগ ১৯ দলীয় জোট ভাঙতে না পেরে অপপ্রচার চালাচ্ছে।’

ফখরুল অভিযোগ করে বলেন, ‘২৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩শ ৪ জন কর্মীকে গুলি করে হত্যা এবং ৬১ জনকে গুম করা হয়েছে।’

বর্তমান সময়কে সঙ্কটময় বলে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকার জগদ্দল পাথরের মতো জনগণের কাধে চেপে বসেছে। জনগনকে অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে আমাদের এ আন্দোলন খালেদা জিয়াকে ক্ষমতায় নেয়ার আন্দোলন নই, এ আন্দোলন জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম।’

তিনি আরো অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ফলাফল তাদের দিকে নিতে চেয়ওে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে।’

মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রয়াত খন্দকার মাহবুব উদ্দীন আহমদের জানাজায় পুলিশ ও জল কামান রাখা হয়েছে। সরকার এতটাই ভীত-সন্ত্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে জানাজার মতো ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় জঙ্গি ছিনতাই হয়েছে। রাকিবকে কেন হত্যা করা হলো তা অত্যন্ত রহস্যময়। কেন তাকে মেরে ফেললেন তার থেকে আরো তথ্য পাওয়া যেত।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা অবৈধ ও অনৈতিকভাবে ক্ষমতায় এসেছেন। বন্দুক যুদ্ধের নাটক বন্ধ করে নির্দলীয় সরকারের দাবী মেনে নিয়ে দ্রুত নির্বাচন দিন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উল লবি খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আসাদুজ্জামান দুদু, বিএনপির আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, সংগঠনের প্রচার সম্পাদক মনির উদ্দীন মনির, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলী শফি, সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া