adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা বাড়ল ৫৬০০ কোটি

maw pic_108780ডেস্ক রিপোর্ট :  তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগসীমায় সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগকে অন্তর্ভুক্ত করা হবে না বলে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে। ফলে শেয়ারবাজারে ৫ হাজার ৬শ’ কোটি টাকা বিনিয়োগ সক্ষমতা বাড়বে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকের একক বা নিজস্ব হিসাবে ২০১৬ সালের জানুয়ারি থেকে সাবসিডিয়ারি কোম্পানিতে প্রদত্ত মূলধন শেয়ারবাজারে বিনিয়োগ হিসাবে আসবে না। তবে সমন্বিত হিসাবে সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগসীমায় অন্তর্ভুক্ত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বর্তমানে ব্যাংকগুলোর সাবসিডিয়ারি কোম্পানিতে প্রায় ৫ হাজার ৬শ’ কোটি টাকার ইক্যুইটি ইনভেস্টমেন্ট রয়েছে। প্রজ্ঞাপনের ফলে তফসিলি ব্যাংকগুলোর ওপর থেকে এ পরিমাণ টাকার বিনিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল।

নভেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর শেয়ারবাজারে ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ৭ হাজার ৮২০ কোটি টাকার বিনিয়োগ বেশি রয়েছে। তবে জানুয়ারি থেকে কার্যকর হলে এর পরিমাণ নেমে আসবে ৫ হাজার ৯৫০ কোটি টাকায়।

সূত্রে আরও জানা গেছে, শেয়ারবাজারে বিনিয়োগ করেছে এমন ৪৮টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৬টির বিনিয়োগসীমার মধ্যে রয়েছে। বাকি ২২টির বিনিয়োগ বিনিয়োগসীমার অতিরিক্ত রয়েছে। এর মধ্যে ৬টি ব্যাংকের বিনিয়োগ মাত্রাতিরিক্ত অবস্থায় রয়েছে।

সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগকে বিনিয়োগসীমায় অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ ব্যাংককে সবচেয়ে বেশি সমালোচনায় পড়তে হয়। বিভিন্ন সময় বাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই বিনিয়োগকে বিনিয়োগসীমার বাহিরে রাখার আহ্বান জানানো হয়। অবশ্য ২০১১ সালের নভেম্বর মাসে পুঁজিবাজারের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজে সাবসিডিয়ারি কোম্পানির মূলধনকে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ হিসাবে অন্তর্ভুক্ত না করার বিষয়টি বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সে অবস্থান থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন ২০১৩ সালে সংশোধন করা হয়। তাতে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা মূলধনের ২৫ শতাংশ নির্ধারণ করা হয়। শেয়ারবাজার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সাবসিডিয়ারি কোম্পানিকে দেওয়া ইক্যুইটি, ঋণ সুবিধা, পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত কোনো প্রকার তহবিলে পরিশোধিত চাঁদাকেও শেয়ারবাজারে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়েছে ২০১৩ সালের সংশোধিত আইনে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া