adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ইফতারের পর হঠাৎ ঝড়োবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : সারা দিন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও ইফতারের পর পরই হঠাৎ রাজধানীসহ সারা দেশে হানা দেয় ঝড়োবৃষ্টি। ঝড়োবৃষ্টিতে রাজধানীর বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে ১১জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। সারা দিন তীব্র তাপদাহর পর হঠাৎ ঝড়োবৃষ্টিতে স্বস্তি মিলেছে নগরবাসীর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত চারদিন ধরে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক ছিল। আজ শুক্রবার থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া