adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

ঢাকা: এশিয়া কাপে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে পাকিস্তান। সেজন্য বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ভালো খেলার কোন বিকল্প নেই বলে জানান দলটির অধিনায়ক মিসবাহ উল হক। রোববার বেলা ১১টায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ এসব কথা বলেন পাক দলপতি।

গত এশিয়া কাপের শিরোপাজয়ী দলটির অধিনায়ক আরো বলেছেন, ‘ঘরের মাটিতে তারা (বাংলাদেশ) দারুণ ক্রিকেট খেলে। তাছাড়া গেল এশিয়া কাপে স্বাগতিকরা (বাংলাদেশ) ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলেছে। ফাইনালেও লড়াই করেছে তারা। যদিও শেষ মুহূর্তে গিয়ে হেরে যায় টাইগাররা। সেজন্য বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভালা ক্রিকেট খেলতে হবে।’     

এশিয়া কাপে সব প্রতিপক্ষই সমান উল্লেখ করে মিসবাহ বলেন, ‘এখানে কেউ ফেভারিট নয়। তাই টুর্নামেন্টটিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। সবাই শিরোপার জন্য লড়াই করবে। সেক্ষেত্রে যারা ভালো খেলতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ণ।’

এশিয়া কাপের নতুন দল আফগানিস্তান সম্পর্কে মিসবাহ বলেন, ‘নতুন দল হিসেবে দারুণ খেলে এশিয়া কাপে যায়গা পেয়েছে তারা। আসলে আফগান দলে বেশ কয়েক জন প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। তাদের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ।’

বাংলাদেশ ও শ্রীরঙ্কা সিরিজ নিয়ে তিনি বলেন,‘শ্রীলঙ্কা এখানে সম্প্রতি সিরিজ খেলেছে। সেজন্য তারা কিছুটা হলেও সুবিধা পাবে। আর ভারত তো সবমময় কঠিন প্রতিপক্ষ। সব মিলিয়ে এশিয়া কাপ কঠিন প্রতিদ্বন্দ্বীতামূলক হবে।’

নিজেদের নিয়ে মিসবাহ-উল-হক বলেন, ‘ক্রিকেট আসলে আত্মবিশ্বাসের খেলা। যারা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে তারাই ভালো করবে। তবে এখানে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। গত এশিয়া কাপ এখানেই হয়েছিল। এবারো আমরা ভালো ক্রিকেট খেলে ভালো ফলাফল পেতে চাই।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া