adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভবন পরিত্যক্ত, মাঠেই পাঠদান চারবছর!

জামালপুর: পাকা ভবন পরিত্যক্ত হওয়ায় চার বছর ধরে মাঠেই পাঠদান চলছে দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া বিদ্যালয়টির টয়লেটও ব্যবহার অনুপযোগি। নলকূপ ছয় মাস ধরে বিকল। প্রাচীনতম এ বিদ্যালয়ের নতুন ভবন বা বিকল্প ঘর তৈরি করার কোনো পদক্ষেপও নেই। এতে স্থানীয়দের ক্ষোভ আকাশ ছুঁই ছুঁই করছে। জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বাট্রজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১৯৯০ সালে ভবন-১ নির্মাণ করা হয়। শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় পরের বছর ১৯৯৪ সালে বিদ্যালয় ভবন-২ নির্মাণ করা হয়। কিন্তু ৫ বছর পরেই ভবন দুটিতে ফাটল ধরে। ২০০৯ সালে ভবনের ছাদ ধসে দুই শিক্ষার্থী মারাত্মক আহত হয়। সেই থেকে উপজেলা প্রশাসন ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপর থেকে ক্ষুদে শিক্ষার্থীরা জীবনের ভয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস বাদ দিয়ে স্কুল মাঠের একটি আম গাছের নিচে লেখাপড়া করে আসছে। সাড়ে চার বছর আগে বিদ্যালয়ের ভবন দুটি পরিত্যক্ত হলেও নতুন কোনো ভবন নির্মাণ হয়নি। এ কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া প্রচণ্ড গরমের দিনে পাঠগ্রহণ করতে গিয়ে হাঁপিয়ে ওঠে শিক্ষার্থীরা। বর্ষা মওসুমে ক্লাস চলাকালে বৃষ্টির আশঙ্কা দেখা মাত্রই তাদের ছুটি দেয়া হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন জানান, নতুন ভবনের জন্য কয়েকবার আবেদন করেও ফল হয়নি।

তবে, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান, নতুন ভবন বরাদ্দের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া