adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজপুত্রের স্পর্শে ঘুম ভেঙেছে রাজকন্যার!

Shakib-Al-Hasanস্পোর্টস ডেস্ক : বেশিদিন লাগেনি, কিছুদিনের মধ্যেই বাংলাদেশের ক্রিকেটের বাতিঘর হয়ে উঠেছেন তিনি।  যে বাতিঘর ঘোর অন্ধকারেও ভরসা জোগায়। সাকিব আল হাসান, সেই বাতিঘর।  দুঃসময়ের কাণ্ডারি।  অন্ধকারে দেয় আলো।  দলকে অন্ধকার থেকে আলোতে এনেছেন।  কতই না বিক্ষুব্ধ ঝড় সামলেছেন বুক পেতে।  দেখিয়েছেন সোনালি সুদিনের।

পাকিস্তানকে ধবল ধোলাই করল বাংলাদেশ।  তিন ম্যাচই ব্যাট হাতে নেমেছেন বটে কিন্তু বোলিংয়ে অবশ্য নিজের কাজটা করে গেছেন, তবুও ঠিক আলোটা তার ওপর পড়েনি। এবার আলোটা ঠিকই টেনে নিলেন তিনি।

বোলিংয়ে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন।  একটি মাত্র চার, সেটিও তার তৃতীয় ওভারের শেষ বলে।  পাকিস্তানকে ১৪১-এর মধ্যে আটকে রাখতে বড় ভূমিকা পালন করলেন তিনি।  ব্যাট হাতে ৩২ বলে ৫১ করেন সাব্বির।  ম্যাচ সেরাও তিনি।  

কিন্তু সত্যিকারের ম্যাচ নায়ক সাকিবই।  সাব্বির ম্যাচ সেরা হওয়ায় সবচেয়ে আনন্দিত মনে হলো সাকিবকেই।  এখন যে বাংলাদেশ আর একজনের ওপর নির্ভর করে না।  এখন বাংলাদেশে ভার বয়ে নেয়ার অনেকগুলো কাঁধ।  এটাই চেয়েছেন সাকিব।  

সব মিলে ক্যারিয়ারে ২১বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব।  ১৩ বার মাশরাফি। ১১ বার আশরাফুল।  ৯ বার তামিম।  আন্তর্জাতিক ক্রিকেটে নয়বার সিরিজ সেরা হয়েছেন সাকিব।  তার পরে তিনবার করে সিরিজ সেরা হয়েছেন মুশফিক-শাহরিয়ার-তামিম।

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আস্থার প্রতীক, নির্ভরতার সমার্থক।  ভারতের ক্রিকেটের জন্য ততটা হয়ে উঠতে পারেননি খোদ টেন্ডুলকারও! তেমনটাই বলছে পরিসংখ্যান।

বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৩০৩টি; এর মধ্যে জিতেছে ৯১টি।  সাকিব খেলছেন এমন ম্যাচ জিতেছে ৬৭টি।  প্রায় ৯০ শতাংশ জয় এসেছে সাকিব একাদশে থাকতেই।  হয়তো কারো কাছে যুক্তিহীন মনে হতে পারে।  
ভারত মোট ওয়ানডে জিতছে ৪৪৪টি।  টেন্ডুলকার খেলছেন এমন ম্যাচে ভারতের জয় ২৩৪টি।  ভারতের ৫২ শতাংশ জয় এসেছে টেন্ডুলকার একাদশে থাকতে।  ওয়েস্ট ইন্ডিজ মোট ওয়ানডে জিতেছে ৩৭৩টি।  লারা খেলেছেন এমন ম্যাচে জয় ১৩৮টি।  ওয়েস্ট ইন্ডিজের ৩৭ শতাংশ জয় এসেছে উইন্ডিজ কিংবদন্তি একাদশে থাকতে।

ক্যারিবীয়দের সোনালি প্রজন্মের শেষদিকের প্রতিনিধি হওয়া লারার জেতার শতাংশ টেন্ডুলকারের তুলনায় কিছুটা কম।  এ ক্ষেত্রে অনেক এগিয়ে প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিস।  

দক্ষিণ আফ্রিকা মোট ওয়ানডে জিতেছে ৩৩১টি।  ক্যালিস খেলেছেন এমন ম্যাচে জয় ২০৯টি।  প্রোটিয়াদের ৬৩.৫ শতাংশ জয়ের সাক্ষী ক্যালিস। সেখানে সাকিব ৯০ শতাংশ!

ক্রিকেটে বাংলাদেশ এখন একটা দল হয়ে উঠেছে।  যার নাম টিম বাংলাদেশ। টিম বাংলাদেশে আসল কারিগর সাকিব।  সাকিবই প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, পাকিস্তানের বিপক্ষে আমরাই ফেবারিট।  এই আত্মবিশ্বাস এটমবোমার মতো কাজ করেছে।  বদলে দিয়েছে বাংলাদেশের চেহারা।  
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো আজ টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের (৫০টি) দিক দিয়ে পাকিস্তান এক নম্বর দল। দশও নয়, ১২ নম্বরে বাংলাদেশ! সেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
সাকিব শুধু বাতিঘর নন, সাকিব বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র।  যে রাজপুত্রের স্পর্শে ঘুম ভেঙেছে রাজকন্যার! তাও আবার ১৬ বছর পর।   তথ্যসূত্র : প্রথম আলো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া