adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সকাল-বিকেল কথা পাল্টাই, কারণ…

এবার সকাল-বিকেল কথা পাল্টানোর রহস্যের জট খুলে ধরলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি স্বীকার করলেন তার হাত পা বাঁধা। ইচ্ছে থাকলেও অনেক কথা বলার পর তা পরিবর্তন করতে বাধ্য হন তিনি।
বৃহস্পতিবার চারদিনের সফরে রংপুরে এসে দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি সরলভাবে এসব কথা বললেন।  
সাবেক এই সেনা প্রধান বললেন, ‘আমি কখনই শৃঙ্খলমুক্ত রাজনীতিবিদ ছিলাম না। এখনও শৃঙ্খলমুক্ত নই। আমার হাত-পা বাঁধা। অনেকেই আমার সমালোচনা করে, আমি সকালে এক আর বিকেলে আরেক কথা বলি। কিন্তু সাংবাদিকরা ভুলে যান আমি ইচ্ছে থাকলেও অনেক কথা বলেও তা পরিবর্তন করতে বাধ্য হই।’
নব্বইয়ের দশকে স্বৈরাশাসক হিসেবে চিহ্নিত সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নব্বই সালে ক্ষমতা ছেড়ে দেবার পর আমার নামে ৭৪টি মামলা হয়েছে। এখনও আমার নামে মামলা চলছে। যদিও তা কমতে কমতে এখন ২/৪ টায় এসে ঠেকেছে।’

স্ত্রী রওশনের সঙ্গে বিরোধের বিষয়টিও মতবিনিময় সভায় অকপটে স্বীকার করলেন জাপা চেয়ারম্যান। বললেন, ‘তার সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। রওশন বিরোধী দলের নেতা। আমি একজন সাধারণ সংসদ সদস্য। ওনার সঙ্গে ৩০ জন এমপি চলে গেছেন। তাদের নিয়ে নিয়ে তিনি সংসদে আছেন। আমার সঙ্গে আছে মাত্র চারজন এমপি।’
সঙ্কটময় পরিস্থিতির মধ্যে থাকার কথা অকপটে স্বীকার করে এরশাদ বললেন, আমি একটা বিরূপ অবস্থার মধ্য রয়েছি। তবে এ সঙ্কট থেকে দ্রুতই উত্তোরণ ঘটাতে পারবো বলে আশা করছি। সর্বদলীয় দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ করে এরশাদ বলেন, ‘সব দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই চেয়েছিলাম আমি। কিন্তু বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি। এরপরেও সবদল নিয়ে নির্বাচন হোক এটাই আমার দাবি।’

রংপুর থেকে সংসদ নির্বাচিত হওয়ায় এখানকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরশাদ বলেন, ‘দেশে নানা ঘটনা ঘটার পরেও নির্বাচন হয়েছে। শেষ ইচ্ছে ছিলো রংপুরের এমপি হবো। আল্লাহ তা আমাকে করেছেন।’ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বলেন, ‘অনেক দিন আগে রংপুরের এমপি ছিলাম। তারপর আমার ভাই জিএম কাদের হয়েছে। এরপর আমার স্ত্রী রওশনও হয়েছে। শেষ বয়সে একটাই ইচ্ছা, রংপুরের মানুষের সেবা করতে চাই।’
জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের অনেক আসন ছিলো, হারিয়ে গেছে। সেগুলো পুনরুদ্ধার করতে হবে। আজ হোক কাল হোক সামনে যে নির্বাচন আসবে তাতে সর্বশক্তি নিয়োগ করে হারানো আসনগুলো উদ্ধার করতে হবে।’ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই পার্টি এগিয়ে চলছে বলে তিনি মন্তব্য করেন।  

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সে মন্ত্রী হওয়ায় আমি খুশি হয়েছি। তার ওপর আমার প্রত্যাশা, সে রংপুরের মানুষের জন্য আরো বেশি করে কাজ করবে।’
এর আগে সাবেক প্রেসিডেন্ট এরশাদ ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে করে নামেন। পরে মোটর শোভাযাত্রাসহ রংপুরে সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়।
এরশাদের ছোট ভাই জিএম কাদের, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জেলা জাপার সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা, জেলা সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু , মহানগর জাপার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া