adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলায় বাড়ছে পাঠক-দর্শনার্থী

image_67048_0ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার বয়স যত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পাঠক-দর্শনার্থীর সংখ্যা। মঙ্গলবার মেলার চতুর্থ দিনে লোক সমাগম হয়েছে প্রচুর। দু’স্থানে মেলা বসায় মানুষের যে উপচেপড়া ভিড় হয়, সেটি আর অনুভূত হয়নি।

মঙ্গলবার বিদ্যা দেবী সরস্বতী পূজা থাকায় মেলায় এর আবহ লক্ষ্য করা গেছে। তরুণ-তরুণী ছাড়াও অনেক দম্পতি কপালে সিদুর, খোপায় বাহারি রঙের ফুল, শরীরে লাল বা বাসন্তি রঙের শাড়ি, সালোয়ার-কামিজ ও ধূতি-পাঞ্জাবি চড়িয়ে মেলার উভয় প্রাঙ্গণসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বেড়াচ্ছেন মনে আনন্দে।

এ সময় তাদের অনেকের হাতে বইয়ের প্যাকেট লক্ষ্য করা গেছে। কেউ কেউ আবার সরস্বতী দেবীর সন্তুষ্টি লাভের জন্য জগন্নাথ হলে গিয়ে পূজো দিয়ে আসছেন।

মেলা ঘুরে আরো দেখা গেছে, দু’ প্রাঙ্গণেই প্রচুর মানুষ। তবে এক প্রাঙ্গণ ঘুরে অপর প্রাঙ্গণে ঢুকছেন খুব কম মানুষই। এ প্রসঙ্গে কাকলী প্রকাশনীর প্রকাশক জানান, প্রকাশকদের দাবির কারণে যদিও মেলার পরিসর বাড়ানো হয়েছে, তবে মেলাকে দু’ভাগ করা মনে হয় ঠিক হয়নি। যেকোনো এক অংশে রাখাই ভালো ছিল।

তিনি বলেন, মেলার দুটি প্রাঙ্গণই বেশ বড়। ফলে পাঠক-দর্শনার্থীরা একটি প্রাঙ্গণ ঘুরে ক্লান্ত হয়ে পড়েন, তখন অন্য প্রাঙ্গণে আর ঢোকেন না। এতে অপর প্রান্তের স্টলগুলো সেই পাঠক-দর্শনার্থী থেকে বঞ্চিত হন।

এ প্রসঙ্গে শিশুতোষ বইয়ের প্রকাশনা সংস্থা পাতাবাহারের স্বত্ত্বাধিকারী নাজিয়া আক্তার বলেন, মূল প্রকাশকদের স্টলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ায় অধিকাংশ মানুষই ওই স্থান ঘুরে চলে যাচ্ছেন। একাডেমি চত্বরে আর আসছে না। কিন্তু শিশুতোষ বইয়ের স্টলগুলো এখানে থাকায় আমরা ওই পাঠক-দর্শনার্থীদের আমাদের প্রকাশনা দেখানো থেকে বঞ্চিত হচ্ছি। এতে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমার দাবি থাকবে আগামীবার থেকে যেন সব স্টল এক স্থানে রাখা হয়।

বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মঙ্গলবার মেলার চতুর্থ দিনে ৫৭টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতা-১৩টি, উপন্যাস-১২টি, গল্প-১০টি, প্রবন্ধ-৩টি, গবেষণা-১টি, ছড়া-২টি, শিশুতোষ-২টি, জীবনী-২টি, মুক্তিযুদ্ধ-২টি, নাটক-২টি, ইতিহাস-১টি এবং অন্যান্য-৪টি বই এসেছে। সেই সঙ্গে আজ মোড়ক উন্মোচিত হয়েছে ৪টি বইয়ের।

বুধবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আবু মহামেদ হবীবুল্লাহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন এ. বি. এম. হোসেন। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আখতারুজ্জামান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক অজয় রায়, এনামুল হক, শামসুল হোসাইন, মো. মাহবুবর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া