adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাজারে দুই মন্ত্রী

image_75264_0সিলেট: সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে শাহজলাল (রহ.) মাজারে জিয়ারত করতে আসেন তারা। পরে ৯টা ৫৫ মিনিটে জিয়ারত শেষে হযরত শাহ্ পরান (রহ.) মাজার জিয়ারত করতে যান।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুল খালিক।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সিলেট সফরে আসেন এই দুই মন্ত্রী। সফরের শুরুতেই শুক্রবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধের পাদমূলে মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন তারা।

এ সময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘রক্ত খচিত জাতীয় পতাকা পুড়িয়ে, শহীদ মিনার ভেঙ্গে, গাড়ীতে পেট্র্লো বোমা ও ককটেল ছুড়ে তারা দেশের মানুষকে হত্যা করেছে। এ কারণে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত শিবিরের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যতক্ষণ দেহে প্রাণ থাকবে, শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মুক্তিযোদ্ধারা লড়াই করে যাবে।’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘আইনের ফাঁক ফোকরে কোনো যুদ্ধাপরাধী ক্ষমা পাবে না। ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করছে না। ভূয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরী করা হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া