adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারকাদের ঈদ কোথায় কেমন কাটল জেনে নিন

বিনোদন ডেস্ক : যথাযথ ভাব গাম্ভীর্যে রবিবার দেশজুড়ে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়, পশু কোরবানি, মাংস বিতরণ- আনন্দ আর খুশির কমতি ছিল না কোনো কিছুটাতেই। আবহাওয়াও ছিল স্বস্তির। ঈদুল আজহার খুশির এই দিনটি তারকাদের কেমন কাটল? চলুন জেনে আসি-

শাকিব খান: ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক গত আট মাস ধরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঈদুল ফিতর সেখানে কাটিয়েছেন। ঈদুল আজহাও মার্কিন মুলুকেই কেটেছে কিং খানের। সেখানে অভিনেতার কয়েকজন আত্মীয়ও থাকেন। তাদের সঙ্গে ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন বাসা থেকে ১০ মিনিটের দূরত্বে। তবে শাকিব খান সেখানে কোরবানি দিয়েছেন কিনা জানা যায়নি।

শবনম বুবলী: ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েছেন এই নায়িকা। ঈদের দিন ঘুম থেকে উঠে মায়ের রান্না সেমাই খেয়ে দিন শুরু হয় বুবলীর। প্রতি ঈদে তিনি মায়ের সঙ্গে মজার মজার রান্না করেন। এবারও বিকাল থেকে মায়ের নানা কাজে সাহায্য করেছেন, রান্না করেছেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করেন।

জয়া আহসান: দুই বাংলায় সিনেমার কাজ নিয়ে তুমুল ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। তবে যত ব্যস্ততাই থাকুক, ঈদ উৎসবে তিনি দেশেই থাকেন। এবারও দেশেই ঈদ করেছেন। সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় জয়াকে। তাই ঈদের দিনটা বিশ্রামে ছিলেন নায়িকা। কোথাও ছোটাছুটির ইচ্ছা তার নেই, এটা আগেই জানিয়েছিলেন। কথা মতো বাসায়ই মা এবং ভাই-বোনদের সঙ্গে ঈদের দিনটা পার করেছেন জয়া। ঈদের দিন একটি পদ হলেও রান্না করেন নায়িকা। এবারও করেছেন।

নিরব হোসেন: বরাবরের মতো এবারের ঈদটাও ঢাকায় কাটিয়েছেন এ সময়ের ব্যস্ত নায়ক নিরব হোসেনের। কোরবানিও দিয়েছেন। ঈদের দুই দিন ঢাকায় কাটানোর পর পরিবার নিয়ে জন্মস্থান রাজবাড়ীতে যাবেন অভিনেতা। সেখানে কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা রয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন নিরব।

সিয়াম আহমেদ: ‘পোড়ামন ২’ সিনেমার এই নায়ক জানিয়েছেন, ‘রোজার ঈদের মতো কোরবানির ঈদটাও তার খুব স্পেশাল ছিল। কারণ, মা-বাবা, স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদের দিনটা কেটেছে তার। সিয়াম বলেন, ‘আমার ছেলের দ্বিতীয় ঈদ এটি। ও জন্মের মাত্র তিন মাসেই দুটি ঈদ পেয়ে গেল। সো, ঈদে পরিবারকে সময় দিয়েছি। যেহেতু এবার আমার কোনো সিনেমা মুক্তি পায়নি, তাই তেমন ব্যস্ততাও নেই।

অনন্ত জলিল: এই অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী জানিয়েছেন, ‘এবার ঈদটা আমার জন্য বেশি স্পেশাল। কারণ, ঈদে আমার শত কোটি টাকা বাজেটের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। কয়েক দিন ধরে নানা জায়গায় দৌঁড়েছি সিনেমাটির প্রচারে। ঈদের দিনও ভিষণ ব্যস্ত ছিলাম। ঢাকার বিভিন্ন সিনেমা হলে গিয়েছি, দর্শকদের সঙ্গে সিনেমা দেখেছি। ভালোই সাড়া পেয়েছি দর্শকদের। সঙ্গে বর্ষাও (অনন্ত জলিলের স্ত্রী) ছিল। গরু কোরবানি করেছি, তবে সেখানে সময় দিতে পারিনি।’

মিশা সওদাগর: এবারের কোরবানির ঈদ আমেরিকায় স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটিয়েছেন মিশা সওদাগর। এই খল অভিনেতা বলেন, ‘আমার পরিবার আমেরিকায় থাকে। তাদের সঙ্গে ঈদ কাটাতে কয়েক সপ্তাহ আগেই এখানে এসেছি। ঈদ করলাম সবার সঙ্গে। কিছুদিন পর দেশে ফিরব। এছাড়া ঈদে আমার বিগ বাজেটের একটি ছবি মুক্তি পেয়েছে ‘দিন: দ্য ডে’। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আহবান রইলো।’

নুসরাত ফারিয়া: এবারের ঈদুল আজহা কলকাতায় কাটিয়েছেন এই নায়িকা। গত ৫ জুলাই থেকে সেখানে ‘বিবাহ অভিযান ২’-এর শুটিং করছেন ফারিয়া। চলবে ১৬ জুলাই পর্যন্ত। যদিও ফারিয়ার ইচ্ছা ছিল, এবারের ঈদ দেশেই কাটাবেন। কিন্তু শুটিংয়ের ডেট পড়ায় তা আর হলো না।

সাবিলা নূর: ঈদের দিন বাড়িতেই ছিলেন সাবিলা। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি দুই জায়গাতেই যেতে হয়েছে তাকে। গরু কোরবানি করেছেন। সেভাবে রান্নাবান্না করেন না তিনি। খুব একটা সাজগোজও পছন্দ না। তবে ঈদের দিন একটু চোখের সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন বলে জানান অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী: অভিনেত্রী জানান, ‘ঈদের দিন বাসাতেই ছিলেন। বাসার টুকটাক কাজ করেছেন। বাড়িতে কোরবানি হয়েছে। তাই গতবারের তুলনায় একটু বেশি সময় দিতে হয়েছে বাসায়। সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলেন মেহজাবিন। অভিনেত্রী বলেন, ঈদ আসছে, ঈদ আসছে- এটাইতেই যত আনন্দ কাজ করে। ঈদ চলে এলে আর সেরকম এক্সাইটমেন্ট থাকে না।’

আফরান নিশো: ঈদের দিন প্রথমভাগে নামাজ পড়ে এসে বিশ্রাম নেন অভিনেতা। তিনি বলেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত লাইট ক্যামেরা অ্যাকশন এসবেই ক্লান্ত হয়ে থাকি। বলা যায় ঈদের দিনটা আসলে আমাদের জন্য বিশ্রামেরই। তাই বাসাতেই শুয়ে বসে ছিলাম। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম।’

আঁখি আলমগীর: জনপ্রিয় এই গায়িকা জানান, ঈদের দিন থেকেই তো বাইরের কাজের ছুটি। তবে ঈদের দিন যে খুব আরাম করতে পেরেছি, তা কিন্তু নয়। ঈদে আমার দুই মেয়ে ও পরিবার পরিজনের জন্য নিজ হাতে রান্না করতে খুব ভালোবাসি, করেছিও। আমার হাতের ঝাল গরুর মাংস, চিকেন রোস্ট আর পোলাও সবাই খুব পছন্দ করে। সঙ্গে স্পেশাল সেমাই তো ছিলই। এরপর ঈদের দিন দুপুরে মায়ের বাসায় এবং রাতে বাবার বাসায় গিয়েছিলাম।- ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া