adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অসমর্থনযোগ্য নির্বাচন নিয়ে অহংকারের কিছু নেই: মান্না

image_63535_0ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, অগ্রহণযোগ্য নির্বাচন নিয়ে অহংকার করার কিছু নেই। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার সদিচ্ছা থাকলে নতুন সরকার গঠনের আগেই সব দলের সঙ্গে সংলাপে বসুন।

তিনি বলেন, “গত ৫ জানুয়ারির নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোট দেয়নি। তাই এই নির্বাচন বাদ দিয়ে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা করুন।”

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক নাগরিক ঐক্য আয়োজিত  মানববন্ধনে মান্না এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “৫ তারিখের নির্বাচনের পরে সংখ্যালঘুদের ওপর যে সহিংসতা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদরকে শাস্তির আওতায় আনতে হবে। কঠোর হওয়ার কথা শুধু মুখে বললে হবে না, বরং তা বাস্তবায়ন করে দেখাতে হবে।”

দলীয় স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে শাসক গোষ্ঠী যুক্ত আছে কিনা তাও তদন্ত করতে হবে। “

বক্তৃতাবাজি না করে যারা হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের আহ্বান জানান সাবেক এই আওয়ামী লীগ নেতা। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারলেই সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা পাবে বলেও মনে করেন তিনি।

তিনি আরো বলেন, “সংখ্যালঘুদের ওপর হামলার দায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চাপানো হচ্ছে। যারা মামলার ভয়ে ঘরেই থাকতে পারে না, তারা কিভাবে সংখ্যালঘুদের ওপর হামলা করবে।”

এ সময় বিরোধী দলের নেতাকে সাম্প্রদায়িক রাজনীতি ছেড়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানানে মান্না।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া