adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপের আগে তিন মাসে ২০টি ওয়ানডে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও যেখানে রয়েছে এশিয়া কাপ এবং একটি ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয় কন্ডিশন এবং উইকেটের কথা মাথায় রেখেই এ সফরগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনূর্ধ্ব- ১৯ দলের নির্বাচক হান্নান সরকার।

আফগানিস্তানের বিপক্ষে কয়েকটা ম্যাচ হারলেও এ দলটা নিয়ে আশাহত নন তিনি। বরং এখানকার শিক্ষা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের আরও শাণিত করা হবে বলে মনে করেন হান্নান। আকবর আলী-শরিফুল ইসলামদের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন আইচ মোল্লা-ওহিনরা। বিশ্ব চ্যাম্পিয়নদের উত্তরসূরি হওয়ায়, স্বাভাবিকভাবেই কিছুটা চাপ আছে এই যুবাদের ওপর।

কিন্তু, করোনা কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক প্রস্তুতির সময়। বিশ্বকাপের আগে মাস তিনেক বাকি থাকলেও এত দিনে কেবল একটা ওয়ানডে সিরিজ খেলতে পেরেছে তারা। নাভিদ নেওয়াজের স্বপ্নে তাই বড় বাধা এই প্রস্তুতির ঘাটতি।

তবে, ছোট টাইগারদের নিয়ে কোনোভাবেই অবহেলা করতে রাজি নন বোর্ড কর্তারা। তাই তো ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ ছাড়াও ২০টির মতো ওয়ানডে ম্যাচের পরিকল্পনা এঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হান্নান সরকার বলেন, আমরা আগামী তিন মাসে ২০টি ওয়ানডে খেলব। অক্টোবরের ৭ তারিখ শ্রীলঙ্কা যাব। এপর এশিয়া কাপ এবং ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলব।

ইংল্যান্ড বিশ্বকাপের আগে ইমন-রাকিবুলরা সফর করেছিল আফ্রিকা এবং ওশেনিয়াতে। এবারও ব্যতিক্রম হবে না বলেই জানালেন হান্নান সরকার। উইন্ডিজের সঙ্গে কন্ডিশন মিলিয়েই সফরগুলো আয়োজন করা হচ্ছে প্রান্তিকদের জন্য।

তিনি বলেন, গতবার যেমন ইংল্যান্ডের কন্ডিশন বুঝে আফ্রিকা এবং নিউজিল্যান্ড গিয়েছিলাম। এবারও সে রকমই করব। উইন্ডিজের উইকেটের সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কার মিল রয়েছে। তাই আমাদের সিরিজ এবং সফরগুলোতে সেটা প্রাধান্য পেয়েছে।
আফগানিস্তানের সঙ্গে কয়েকটা ম্যাচ হারলেও হতাশ নন নির্বাচক। সময় দিলে, এ দলটাই এনে দেবে বড় সাফল্য, বিশ্বাস তার।

বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক বলেন, এ দলটার পজিটিভ দিক হচ্ছে এখানে অনেক অলরাউন্ডার আছে। দলটার ব্যাটিং এবং বোলিং খুব ভালো, ভারসাম্য আছে। যত ম্যাচ খেলবে তত ভালো করবে। শ্রীলঙ্কা সফরে ৫টি ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।- সময়টিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া